বাংলা জুড়ে হাড়কাঁপানো ঠান্ডার আমেজ। কনকনে ঠান্ডায় জবুথবু দশা সকলের। নতুন বছরের শুরুতেও কি জাঁকিয়ে ঠান্ডার আমেজ পাওয়া যাবে? জানিয়ে দিল আবহাওয়া দপ্তর।
2
6
আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা শ্রীনিকেতনে, ৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
3
6
অন্যদিকে আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা আলিপুরদুয়ারে, ৮ ডিগ্রি সেলসিয়াস।
4
6
হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং আগামী দু'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
5
6
অর্থাৎ পয়লা জানুয়ারির আগে ও পরে বাংলা জুড়েই কুয়াশার দাপট থাকবে। সব জেলাতেই দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে। আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না।
6
6
আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চারদিনে সর্বনিম্ন তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। তারপর তিনদিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।