মিল্টন সেন,হুগলি: ভার্চুয়াল মাধ্যমে জেলার ১৫ টি পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। খুশি শিল্পী মহল এবং পুজো উদ্যোক্তারা। বুধবার বিকালে কলকাতার চেতলা থেকে ভার্চুয়াল মাধ্যমে জেলা সদর চুঁচুড়ায় দুটি পুজোর উদ্বোধন করেন। কারবালা বিবেকানন্দ রোড সর্বজনীন এবং চাপাতলা সর্বজনীন।
এছাড়া জেলার পুজোর মধ্যে উল্লেখযোগ্য কারবালা বিবেকানন্দ রোড বারোয়ারি, বৈদ্যবাটি নার্সারী রোড বারোয়ারি। কারবালা মোড় বিবেকানন্দ রোড বারোয়ারি ৬৭ তম বর্ষে। এবারের থিম প্যারিসের অপেরা হাউস। এদিন পুজোর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন, ডিসি সদর ঈশানি পাল, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, বিধায়ক অসিত মজুমদার, আইসি চুঁচুড়া রামেশ্বর ওঝা, পুলিশ আধিকারিক অনিমেষ হাজারী প্রমুখ।
বৈদ্যবাটি নার্সারী রোড বারোয়ারির এবারের থিম হরপ্পা মহেঞ্জোদরো সভ্যতা। সেই আদতে তৈরি হয়েছে মন্ডপ। এই দিন মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে মণ্ডপে উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা চাপদানীর বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো প্রমুখ।
জেলার পুজো উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে কমবেশি চার মাস ধরে চলছে তাঁদের পুজো মণ্ডপ তৈরির কাজ। অনেক ছোট বড় শিল্পী এই থিম তৈরির সঙ্গে যুক্ত। তাঁদের শিল্পী সত্ত্বার সঠিক মূল্যায়ন করেছেন রাজ্যের মুখ্য মন্ত্রী। নিজে স্বয়ং সেই মণ্ডপ উদ্বোধন করেছেন। তাঁদের শ্রম সার্থক হয়েছে।
ছবি পার্থ রাহা।
