আজকাল ওয়েবডেস্ক: কানপুর টেস্টের আগে বাংলাদেশের তারকা অলরাউন্ডার অবসরের ঘোষণা করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্টে খেলে তিনি ব্যাট-প্যাড তুলে রাখতে চান বলে জানিয়েছিলেন। শেষমেশ কী হবে, তা বলবে সময়।

তবে কানপুর টেস্টের পর ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির কাছ থেকে দুর্দান্ত উপহার পেলেন শাকিব আল হাসান। ক্রিকেটের প্রতি অবদানের জন্য বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে সই সম্বলিত ব্যাট উপহার দিলেন কোহলি। 

কিন্তু প্রশ্ন হল, কানপুরেই কি শেষ টেস্ট খেলে ফেললেন শাকিব? বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, খেলোয়াড় শাকিবের নিরাপত্তা রয়েছে কিন্তু রাজনীতিবিদ শাকিবের নিরাপত্তা তারা দিতে পারবে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট খেলতে বাংলাদেশে যেতে না পারলে কানপুরই শাকিবের শেষ টেস্ট বলে বিবেচিত হবে। 

দেশের জার্সিতে ৭১টি টেস্ট ম্যাচ থেকে ২৪৬ উইকেটের মালিক শাকিব। তাঁর ঝুলিতে ৪৬০৯ রান। শাকিবের প্রতি কোহলির অগাধ  শ্রদ্ধা-সম্মান কোহলির। সেই কারণে বিরাট উপহার বাংলাদেশের তারকা অলরাউন্ডারের হাতে তুলে দিয়েছেন কোহলি।