আজকাল ওয়েবডেস্ক: ফুটবল থেকে বুটজোড়া তুলে রাখার পরে কোচ নন, ম্যানেজার নন, লিওনেল মেসি খুলতে চান নিজের ক্লাব। 

লুজু টিভি নামে একটি স্ট্রিমিং চ্যানেলকে মেসি সাক্ষাৎকার দিয়েছিলেন ডিসেম্বরে। সেই সাক্ষাৎকার প্রকাশিত হয় মঙ্গলবার। 

সেই সাক্ষাৎকারে বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা বলেন, ''কোচ হিসেবে আমি নিজেকে দেখতে চাই না। ম্যানেজারের আইডিয়া আমার পছন্দ। তবে যদি তিনটের মধ্যে আমাকে বেছে নিতে বলা হয়, তাহলে আমি নিজেকে মালিক হিসেবেই দেখতে চাই।'' 

ফুটবল মাঠে মেসি মানেই ম্যাজিক। ইন্টার মায়ামির হয়েও তিনি ফুল ফুটিয়ে চলেছেন। তাঁর অবসর নিয়ে চলে জল্পনা। সেই মেসি অবসরের পরে কী করতে চান? কোন অবতারে সবাই দেখবে তাঁকে? 

এহেন মেসি পূর্ণাঙ্গ সাক্ষাৎকারে বলেন, ''আমি নিজের ক্লাব খুলতে চাই। একেবারে গোড়া থেকে শুরু করতে চাই। তরুণ খেলোয়াড়, ফুটবলের সঙ্গে জড়িত লোকজনদের সুযোগ দিতে চাই। তাদের বেড়ে ওঠার সুযোগ দিতে চাই। সেই সঙ্গে এক গুরুত্বপূর্ণ ক্লাবকে প্রতিষ্ঠা দিতে চাই।'' 

গত বছর উরুগুয়ের তারকা ফুটবলার লুই সুয়ারেজ ডিপোর্টিভো এলএসএম ক্লাব চালু করেছেন। যা উরুগুয়ের ফুটবলের নীচের ডিভিশনে খেলবে। মেসির পরিবার তৈরি করেছে লিওনেস ডি রোজারিও এফসি। সেই ক্লাব এখন আর্জেন্টিনার ফুটবলের চতুর্থ ডিভিশনে খেলে। 

দীর্ঘ সাক্ষাৎকারে মেসি ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছেন। খেলার মাঠে তিনি সবসময়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কড়া মার্কিংয়ে থাকেন।  এই কড়া মার্কিংয়ে থেকেও প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে চুরমার করে দেন আর্জেন্টাইন মহানায়ক। সেই তিনি নাকি ব্যবহারিক জীবনে  একলা থাকতে পছন্দ করেন। ভিড় বেশি পছন্দই করেন না। বাড়িতে নিজের ছোট ছোট তিন ছেলেকে নিয়ে ব্যস্ত থাকেন। তাই একা থাকা, ভিড়ভাট্টা একদম পছন্দ নয়।