আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির জনপ্রিয়তা কি আগের থেকেও বেশি?
কেরিয়ারের এই সায়াহ্নে পৌঁছেও কোহলি বিরাট ছায়া বিছিয়ে দিচ্ছেন ভারতীয় ক্রিকেটে।
তাঁকে দেখে সেই হ্যামলিনের বাঁশিওয়ালার কথাই মনে পড়ে যাওয়াটা স্বাভাবিক। তিনি যেখানে অত্যুৎসাহী মানুষের ভিড় সেখানেই। মাঝে মাঝে সেই ভিড় এমন পর্যায়ে পৌঁছয়, যা নিয়ন্ত্রণ করতে গিয়ে সমস্যায় পড়তে হয় নিরাপত্তারক্ষীদেরও।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে ভদোদরায় এসে পৌঁছেছেন কোহলি। সেখানকার বিমানবন্দরে নামার পরই তাঁকে ঘিরে হুড়োগুড়ি শুরু হয়ে যায়। জমে যায় ভিড়। চলতে থাকে ধাক্কাধাক্কি। কোহলির নাম ধরে শুরু হয় চিৎকার। ভক্তরা ছবি তুলতে শুরু করে দেন। একটা পর্যায়ে এমন পরিস্থতি হয়েছিল যে কোহলি এক পা হাঁটতে পর্যন্ত পারছিলেন না। কোহলিও বিরক্ত হন। নিরাপত্তার প্রবল বেষ্টনীতে অত্যুৎসাহী ভক্তরা কোহলির কাছে পৌঁছতে পারেননি। সেই ভিড় সামলে ভাদোদরা বিমানবন্দর থেকে টিমের গাড়িতে করে চলে যান।
এই দৃশ্য প্রমাণ করে কোহলি এখন আগের থেকেও বেশি জনপ্রিয়। তিনি ঠিকানা বদলেছেন। পরিবার নিয়ে লন্ডনে থাকেন। খেলা থাকলে দেশে ফেরেন তিনি।
#WATCH | Gujarat: Former Indian Captain and Star Cricketer Virat Kohli arrives at Vadodara for Team India's ODI match against New Zealand on 11th January. pic.twitter.com/cQbhCghMZy
— ANI (@ANI)Tweet by @ANI
কেরিয়ারের সায়াহ্নে পৌঁছলেও কোহলির ব্যাট আগের মতোই কথা বলছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটো ম্যাচে খাতা খুলতে পারেননি কোহলি। তৃতীয় ম্যাচে রানে ফেরেন তিনি। ৭৪ রানে অপরাজিত থেকে যান তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুটো ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকান কোহলি। তৃতীয় ওয়ানডেতে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। দক্ষিণ আফ্রিকা সিরিজে কোহলির ব্যাট থেকে এসেছিল ৩০২ রান। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে রানের খোঁজে কোহলি।
চলতি মাসের ১১ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজ। রোহিত ও কোহলি এই ভারতীয় দলে অটোমেটিক চয়েস। কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে গোটা দেশের লক্ষ্য থাকবে রো-কোর ব্যাটের দিকে। তাঁদের প্রতিটি শটকে করা হবে চিয়ার। কোহলির ব্যাট করতে নামার মুহূর্তে দর্শকদের গগনভেদি চিৎকার যে ডেসিবেল ছোঁবে, তাতে কান ঠিক রাখাই দায়।
ভদোদরায় নামার পরে কোহলিকে নিয়ে দেখা গেল ট্রেলার। খেলা শুরু হলে কোহলিকে নিয়ে এই উন্মাদনা যে অন্য উচ্চতায় পৌঁছবে সেটা বলাই বাহুল্য।
