আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে দুর্দান্ত ছন্দে রয়েছেন  বৈভব সূর্যবংশী। তৃতীয় ওয়ানডেতে ৬৩ বলে সেঞ্চুরি হাঁকান সূর্যবংশী। ৭৪ বলে ১২৭ রানের ইনিংস খেলেন তিনি। সেই বৈভব সূর্যবংশী খেলার শুরুতে হতাশায়-দুঃখে ভেঙে পড়েন।  হাত দিয়ে মুখ ঢাকতে দেখা গিয়েছে তাঁকে। 

অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে তিনি নেতৃত্ব দিচ্ছেন। আয়ুষ মাহত্রে এই সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন না। তিনি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক থাকবেন। 

নিয়মিত অধিনায়ক মাহত্রের জায়গায় ক্যাপ্টেন্সি করে সূর্যবংশী কিন্তু ভারতের অনূর্ধ্ব ১৯ দলকে সিরিজ জেতান। 

তৃতীয় ওয়ানডের বল গড়ানোর আগে টস হেরে বসেন সূর্যবংশী। টস হারার হতাশায় অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যবংশী দুই হাত দিয়ে মুখ চেপে রাখেন। ম্যাচ রেফারি সেই দৃশ্য দেখে হতবাক হয়ে যান। 

দক্ষিণ আফ্রিকার মাটিতে সূর্যবংশী দারুণ সফল। প্রথম ম্যাচে তিনি মাত্র ১১ রান করেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে সূর্যবংশী ফিরে পান নিজের ছন্দ। ২৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। 

তৃতীয় ম্যাচে সূর্যবংশী ৬৩ বলে সেঞ্চুরি হাঁকান। ১৪ বছরেই তারকা হিসেবে সমাদৃত বৈভব। রেকর্ড তাঁর পিছনে ছুটছে। ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। সেই বৈভব সূর্যবংশী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ৭৪ বলে ১২৭ রানের ইনিংস খেললেন। 

১২৭ রানের ইনিংসে বৈভব ১০টি ছক্কা ও ৯টি চার মেরেছেন। যখন মনে হচ্ছে সূর্যবংশী দুশো রান করবেন, তখনই তান্দো সোনির বলে মিস টাইম শটে আউট হন সূর্যবংশী। সেঞ্চুরির পরে ফাস্ট বোলারকে তুলে তুলে গ্যালারিতে ফেলছিলেন সূর্যবংশী। এইভাবে তুলে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন তিনি। 

একই দিনে সম্পূর্ণ ভিন্ন কারণে শিরোনাম হলেন সূর্যবংশী। খেলার বল গড়ানোর আগে টস হেরে মুখ চেপে হতাশা প্রকাশ করেন। তার পরে ঝোড়ো ব্যাটিংয়ে ছক্কার বন্যা বইয়ে দিয়ে তিনি হয়ে যান শিরোনাম।