আজকাল ওয়েবডেস্ক: জগদ্দলের মেঘনা জুট মিলে সংঘর্ষ বাঁধে তৃণমূল ও বিজেপি দুই দলের মধ্যে। সংঘর্ষে আহত হয় দুপক্ষের প্রায় ১০ জন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী। দুই দলের সংঘর্ষের ঘটনায় মাথা ফাটে প্রাক্তন সাংসদ অর্জুন সিং -এর দুই ভাইপো সঞ্জয় সিং এবং প্রমোদ সিং এর।

 

 

ঠিকাদার সঞ্জয় যাদবের কাছ থেকে তোলা চাওয়ার অভিযোগ উঠেছে প্রাক্তন সাংসদ অর্জুন সিং -এর ভাইপো সঞ্জয় সিং এবং প্রমোদ সিং এর বিরুদ্ধে। এই অভিযোগে জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঠিকাদার সঞ্জয় যাদব। অপরদিকে তৃণমূল নেতা সঞ্জয় সিংকে মিলের ভেতর ঢোকার কারণ জিজ্ঞেস করা হলে তিনি জানান, মিলের ভেতর তিনি লোকজন নিয়ে ঘুরতে গেছিলেন। বিজেপির বেশ কিছু ছেলের নাম করে তিনি আরও জানান, ওরা বিভিন্ন মিল থেকে জোর করে তোলা আদায় করছে। থানাকে জানিয়েছি কিন্তু তাতে কোনও ফল হয়নি। উলটে আমাদের ছেলেদেরকেই মারধর করা হয় বলে অভিযোগ করেন সঞ্জয় সিং।

 

 

সঞ্জয় যাদবের দাবি, মাসে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা তোলা দাবি করেছে তৃণমূল নেতা সঞ্জয় সিং, প্রমোদ সিং এমনটাই অভিযোগ ঠিকাদার সঞ্জয় যাদবের। যখন তিনি সকাল ৮ টা নাগাদ যখন মিলের ভিতর প্রবেশ করেন ঠিক তখনই তাঁর উপর লোহার রড, লাঠি, কাঠের বাট নিয়ে চড়াও হয় সঞ্জয় সিং, প্রমোদ সিং সহ মোট ১০ জন। দুই দলের সংঘর্ষে কারওর মাথা ফেটে যায় আবার কেউ হাতে চোট পান। চিকিৎসার জন্য তাদের জগদ্দল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।