আজকাল ওয়েবডেস্ক: যোগীরাজ্যে একের পর এক ভয়াবহ ঘটনা প্রকাশ্যে আসছে। বুধবার সে রাজ্যের সড়ক থেকে উদ্ধার হয়েছে এক মহিলার মুণ্ডুহীন, নগ্ন দেহ। মহিলার পরিচয় জানা যায়নি এখনও।
উত্তরপ্রদেশের কানপুরে রাস্তার ধারে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ধর্ষণের পর খুন করে ওই মহিলার দেহ হাইওয়ের ধারে ছুঁড়ে ফেলা হয়। ঘটনার কয়েকঘণ্টা পেরিয়ে গেলেও, পুলিশ এখনও ওই মহিলার পরিচয় উদ্ধার করতে পারেনি বলেই জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, মহিলার পরিচয় জানতে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। ওই এলাকা সংলগ্ন সিসিটিভি থেকে দেহ উদ্ধারের কয়েকঘন্টা আগে এক মহিলাকে যেতে দেখা গিয়েছে। ফুটেজের ওই মহিলার পোশাক দেহের আশেপাশে উদ্ধার হয়েছে বলেই জানা গিয়েছে। যদিও দেহ উদ্ধারস্থল থেকে অন্তত ৩ কিলোমিটার দূরে ওই সিসিটিভি। তা থেকেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
গতকাল সকালে দেহ উদ্ধার হয়েছে। তারপর থেকে তিনটি দল গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে, মৃত্যুর সঠিক কারণ। ঘটনায় সুর চড়িয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।
