আজকাল ওয়েবডেস্ক:‌ মুস্তাফিজুর রহমানকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের মিনি নিলামে। ৯ কোটি ২০ লক্ষ টাকায়। চেন্নাইয়ের সঙ্গে জোর টক্করে বাজিমাত করে গেল নাইটরা।


সাকিব, মাশরাফি, লিটন দাসের পর আরও এক বাংলাদেশি ক্রিকেটার এলেন কেকেআরের পরিবারে। যদিও লিটন দাস কলকাতার হয়ে একটিও ম্যাচ খেলেননি।


বাঁহাতি পেসার মুস্তাফিজুর আসায় কেকেআরের পেস বোলিং অ্যাটাক আরও শক্তিশালী হল। মাথিসা পাথিরানাকে নেওয়া হয়েছে। সিমিং অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে নিয়েছে কলকাতা। এবার তুলে নিল মুস্তাফিজুরকেও।


নিলামে মঙ্গলবার একের পর এক চমক দিয়েছে কলকাতা। শুরুতেই ২৫ কোটি ২০ লক্ষ টাকায় তুলে নেয় গ্রিনকে। এরপর ১৮ কোটিতে পাথিরানাকে। দুই ক্রিকেটারের ক্ষেত্রেই নিলামে জোর টক্কর দিতে হয়েছে কলকাতাকে। তবে শেষ হাসি কিন্তু হেসেছে শাহরুখ খানের দল।


এর বাইরে টিম সেইফার্টকে দেড় কোটি টাকায় দলে নিয়েছে কেকেআর। ৭৫ লাখে রাহুল ত্রিপাঠিকে দলে নেওয়া হয়েছে। ৩০ লক্ষ টাকায় মহারাষ্ট্রের প্রশান্ত সোলাঙ্কিকে দলে নিয়েছে কেকেআর। এছাড়া ফিন অ্যালেনকেও দলে নিয়েছে কলকাতা। 

এদিকে, ২৫ কোটি ২০ লক্ষ টাকায় বিক্রি হলেও গ্রিন পাবেন ১৮ কোটি টাকা। আইপিএলের নিয়ম অনুযায়ী, ফ্রাঞ্চাইজির সবচেয়ে দামি দেশি ক্রিকেটার যিনি হবেন, তাঁর চেয়ে কোনওভাবেই বেশি টাকা পাবেন না বিদেশি ক্রিকেটার। সেই হিসেবেই গ্রিন পাবেন সর্বোচ্চ ১৮ কোটি। নিয়মে আরও বলা আছে, মিনি নিলামে এক জন বিদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম হবে সর্বোচ্চ রিটেনসন স্ল্যাব (‌১৮ কোটি)‌ এবং আগের নিলামে সর্বোচ্চ মূল্যের ক্রিকেটারের (‌ঋষভ পন্থ ২৭ কোটি)‌ মধ্যে সর্বনিম্ন মূল্য। সেই হিসেবেই গ্রিন ১৮ কোটির বেশি পাবেন না।

এদিকে, আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হলেন গ্রিন। এর আগে সবচেয়ে দামি ছিলেন মিচেল স্টার্ক। ২০২৪ এর নিলামে কেকেআরই ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছিল অজি পেসারকে। আর ২০২৬ এর মিনি নিলামে কেকেআর তুলে নিল অজি অলরাউন্ডার গ্রিনকে। 


আর আইপিএলের ইতিহাসে ক্যামেরন গ্রিন সবথেকে দামি ক্রিকেটারদের তালিকায় তৃতীয় স্থানে। প্রথমে রয়েছেন ঋষভ পন্থ (‌২৭ কোটি)‌। তারপর শ্রেয়স আইয়ার। তারপরেই নাম উঠল গ্রিনের।

আইপিএলে এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন গ্রিন। আইপিএলে এখনও অবধি ২৯ ম্যাচে ৭০৭ রান করেছেন গ্রিন। উইকেট ১৬টি।