জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। আইনি বিয়ে সারলেন তিনি। প্রেমিক গৌরব দত্ত-এর সঙ্গে মঙ্গলবার সমাজমাধ্যমে আইনি বিয়ের ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। সুখবর জানিয়ে লিখেছেন, 'অফিশিয়ালি ম্যারেড'। ১৫ ডিসেম্বর সই-সাবুদে বিয়ে সেরেছেন দীপান্বিতা। 

 

 

গৌরব ইন্ডাস্ট্রির থেকে বহু দূরে। পেশায় তিনি একজন পশু চিকিৎসক। দীপান্বিতা ইনস্টাগ্রামে গৌরবের সঙ্গে বেশকিছু ছবি ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে এদিন দু'জন আংটি বদলও করেছিলেন। দীপান্বিতার এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়েছেন তাঁর অনুরাগীরা। 

 


কবে আনুষ্ঠানিক বিয়ে করবেন তিনি? আজকাল ডট ইন-কে দীপান্বিতা বলেন, "সে তো দেরি আছে। ২০২৮ সালের দিকে ডেট ঠিক করব। এখন শুধু আইনি বিয়েটা সেরে রাখলাম।" 

 

এদিকে নতুন কাজও শুরু হতে চলেছে দীপান্বিতার। ধারাবাহিক 'তুঁতে', 'খুকুমণি হোম ডেলিভারি'-র হাত ধরে বাংলার ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন দীপান্বিতা রক্ষিত। বাংলা ধারাবাহিকের নায়িকাদের মধ্যে যাঁরা অল্পদিনেই দর্শকের মন জয় করে নিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম তিনি। মাঝে অবশ্য সান বাংলার এক ধারাবাহিকে ধরা দেন তিনি। তারপরও কেটে গিয়েছে বেশ কয়েক বছর। কবে আবার দীপান্বিতাকে ধারাবাহিকে দেখা যাবে? দর্শমমনে প্রশ্ন তৈরি হয়েছিল। এবার শীঘ্রই  ধারাবাহিকে ফিরছেন এই অভিনেত্রীকে। শোনা যাচ্ছে, স্টার জলসায় নতুন ধারাবাহিকের নায়িকা হচ্ছেন তিনি।

 


দর্শকের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা টেলিভিশন। একের পর ধারাবাহিকের নিত্য নতুন গল্প থেকে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল। তাই নতুন গল্প দেখার ইচ্ছাও প্রবল সিরিয়াল প্রেমীদের মধ্যে। দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই স্টার জলসায় আসছে আরও এক নতুন ধারাবাহিক। প্রযোজনায় এসভিএফ। 

 

এই ধারাবাহিকের হাত ধরেই ফের অনেক দিন বাদে ছোট পর্দায় দেখা যেতে পারে দীপান্বিতাকে। আগেই এই খবর দিয়েছিল আজকাল ডট ইন। এবার জানা যাচ্ছে, দীপান্বিতার নায়কের চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা শুভ্রজিৎ সাহাকে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই নায়ক-নায়িকার লুক সেট হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই প্রোমো শুটিং হবে। 

 

এবার নতুন কাজ শুরুর আগে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী। তাই অনুরাগীদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছাতেও ভাসছেন দীপান্বিতা।