গত ১৪ ডিসেম্বর এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ভারতবাসী। লিওনেল মেসির মুম্বই ইভেন্টে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজের নাম লেখা জার্সি ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রীকে উপহার দেন ফুটবলের বরপুত্র। তাঁদের একসঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে, ছবিতে তুলতে দেখা যায়। সেই ঘটনার পর এদিন একটা ছোটখাট বোমা ফাটালেন দিব্যজ্যোতি দত্ত। ওরফে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের 'সূর্য'। জানালেন, তাঁর কাছে মেসির থেকে সুনীল ছেত্রী এগিয়ে থাকবে।  

পছন্দের ফুটবলার প্রসঙ্গে কথা বলতে গিয়ে দিব্যজ্যোতি দত্ত আজকাল ডট ইন-কে জানান, তিনি ফুটবলের তুলনায় ক্রিকেট বেশি পছন্দ করেন। তবে, যদি বলতেই হয় তাহলে তাঁর কাছে মেসির থেকে এগিয়ে থাকবেন সুনীল ছেত্রী। এই বিষয়ে অভিনেতা বলেন, "ফুটবলে আমাকে বললে আমি কিন্তু সুনীল ছেত্রীর নাম আগে বলব। আজ যদি গুগল, জেমিনি, ইউটউব, যাই সার্চ করুন না কেন, তাতে মেসি, রোনাল্ডর পরে কোনও দেশের হয়ে যদি কেউ সর্বোচ্চ গোল করে থাকেন গোটা বিশ্বে, তাহলে তিনি সুনীল ছেত্রী। ওঁর নাম তিন নম্বরে আছে। রোনাল্ড, মেসির পরেই সুনীল ছেত্রীর নাম। এটা হয়তো মানুষ জানে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ক'জন জানে?" 

দিব্যজ্যোতি এদিন আরও জানান, লিওনেল মেসির ভারত সফরে তাঁর সবথেকে ভাল লেগেছে মুম্বইয়ের ইভেন্ট। কারণ ব্যাখ্যা করে পর্দার হবু 'নিমাই' বলেন, "আমার সবথেকে ভাল লেগেছে, মুম্বইয়ে সুনীল ছেত্রী এবং মেসির মধ্যে যখন জার্সি দেওয়া নেওয়া চলছে সেই মুহূর্তটা। সেই সময় দর্শকদের একটা বিরাট অংশ যখন মেসি বলে চিৎকার করছে, তখন অনেকে সুনীল ছেত্রী বলে চিৎকার করতে থাকেন। এটা একটা গর্বের মুহূর্ত ছিল। মেসি, ঠিক আছে। স্বপ্নের মতো। সত্যিই স্বপ্নের মতো। কিন্তু সুনীল ছেত্রী আমাদের বাস্তব।" 

সুনীল ছেত্রীকে তাঁর প্রাপ্য সম্মান পেয়েছেন কিনা সেই প্রসঙ্গ তুলে অভিনেতা বলেন, "মেসির ৭০ ফুটের মূর্তি হয়েছে। রোনাল্ডর মূর্তি হয়েছে, না কথা চলছে, আমি ঠিক জানি না। কিন্তু সুনীল ছেত্রীর কি একটা মূর্তি প্রাপ্য নয়? আমার মনে হয় ওঁকে নিয়ে ভাবা উচিত। তাঁকে হয়তো যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে। তিনি, বাইচুং ভুটিয়া, এঁরা আমাদের আইকন। আমার মনে হয় অতীতকে রিভাইস করা দরকার। এগুলো নিয়ে চর্চা করা উচিত।" 
প্রসঙ্গত, দিব্যজ্যোতি দত্তকে এতদিন দর্শকরা ছোটপর্দায় 'অনুরাগের ছোঁয়া'র 'সূর্য' হিসেবে দেখেছেন। এই বড়দিনে বড়পর্দায় অভিষেক হবে তাঁর। মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'লহ গৌরাঙ্গের নাম রে'। এই ছবিতে শ্রীচৈতন্যদেবের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।