আজকাল ওয়েবডেস্ক: প্রথম দু’দিন খেলাই শুরু করা যায়নি গ্রেটার নয়ডার স্টেডিয়ামে। বৃষ্টি ও ভিজে আউটফিল্ডের জেরে নিউজিল্যান্ড–আফগানিস্তান টেস্টে টস পর্যন্ত করা যায়নি। যদিও দ্বিতীয় দিন রোদ উঠেছিল। কিন্তু মাঠের নিকাশি ব্যবস্থা ভাল না হওয়ায় খেলা শুরু করা যায়নি। আজ, বুধবার তৃতীয় দিন তুমুল বৃষ্টির জন্য খেলা ভেস্তে গেছে। এদিকে, বিসিসিআইয়ের এক কর্তা দাবি করেছেন, আফগানিস্তান দলকে ভিন্ন ভেন্যু বেছে নেওয়ার কথা বলা হয়েছিল। তবে গ্রেটার নয়ডা ছাড়া বিকল্পও ছিল না।
এদিকে, আফগান ক্রিকেট কর্তারা দাবি করে বসেছেন, নয়ডা ক্রিকেট স্টেডিয়ামের অবস্থা বছরের পর বছর ধরে একইরকম রয়েছে। তাঁর দাবি, আফগানিস্তানের স্টেডিয়ামগুলির পরিকাঠামো গ্রেটার নয়ডার থেকে ভাল। এক কর্তা বলেছেন, ‘আপনারা হয়ত বিশ্বাস করবেন না কিন্তু আফগানিস্তানের স্টেডিয়ামগুলির পরিকাঠামো গ্রেটার নয়ডার থেকে অনেক ভাল। আমরা স্টেডিয়ামের মান উন্নত করলেও গ্রেটার নয়ডার এই স্টেডিয়ামের হয়নি।’ আফগান কর্তার দাবি, ম্যাচটি লখনউ কিংবা দেহরাদুনে করতে চেয়েছিল আফগানিস্তান। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড তা খারিজ করে দেয়। তাই গ্রেটার নয়ডা ছাড়া অন্য কোনও বিকল্প ছিল না। আফগান কর্তার কথায়, ‘বিসিসিআই জানিয়েছিল স্থানীয় টি২০ লিগের জন্য লখনউ ও দেহরাদুনের মাঠ পাওয়া যাবে না।’ বিসিসিআই এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি।
