আজকাল ওয়েবডেস্ক : পর্যটকদের জন্য সুখবর। ফের সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে অসমের কাজিরাঙা ফরেস্ট। ১ অক্টোবর থেকে ফের এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং হরেক রকম জন্তু দেখতে পাবেন পর্যটকরা।
এখানকার টাইগার রিসার্ভ ফরেস্ট খুলে দেওয়া হচ্ছে। তবে বর্ষার পর এই প্রথম খোলা হচ্ছে বলে বিশেষ কয়েকটি দিক বেছে নিয়ে করা হবে জঙ্গল সাফারি অভিযান। এখানকার যে রাস্তাগুলিতে জিপ গাড়ি চালানো হবে মূলত সেই দিকেই করা হবে জঙ্গল সাফারি।
সকাল সাড়ে সাতটা থেকে দশটা এবং দুপুরে দেড়টা থেকে তিনটে পর্যন্ত চলবে জঙ্গল সাফারি। জঙ্গলের দায়িত্ব থাকা অফিসার জানিয়েছে এবার বর্ষা শেষ হয়েছে। তাই পর্যটকদের আসার এটাই সেরা সময়। মনোরম পরিবেশ জঙ্গলের আনন্দ নিতে পারবেন সকলে।
এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এই কাজিরঙা ফরেস্ট। এবারেও এখানে এসে গন্ডার দর্শন থেকে বঞ্চিত হবেন না কেউ। যেকোনোদিন এখানে এসে নিজেদের সেরা সময় কাটানো যেতে পারে।
প্রসঙ্গত, প্রতি বছরের মে মাসে বর্ষার জন্য বন্ধ করে দেওয়া হয় এই জঙ্গল। চলতি বছর বন্যার ফলে প্রায় দুশো পশু এখানে প্রাণ হারিয়েছে।
