আজকাল ওয়েবডেস্ক: সীমান্তপারে ফের একবার পাকিস্তানের উস্কানি চলছে। অপারেশন সিঁন্দুর থেকেও তারা শিক্ষা নেয়নি। আট মাস আগের শিক্ষা যে তারা ভুলে গিয়েছে ফের একবার তার প্রমাণ মিলেছে। চলতি মাসের ৯ জানুয়ারি থেকে সীমান্তে ফের পাকিস্তানের ড্রোন উঁকি মারছে। জম্মু-কাশ্মীরের সীমান্ত এলাকাতেই দেখা যাচ্ছে পাক ড্রোন। ইতিমধ্যেই নয়াদিল্লির পক্ষ থেকে ইসলামাবাদকে এবিষয়ে সতর্ক করা হয়েছে।


বৃহস্পতিবার রাতেই ফের একবার দেখা গিয়েছে পাক ড্রোন। প্রশ্ন উঠছে কেন ভারতের সীমান্তে ফের দেখা যাচ্ছে পাক ড্রোন। যে ড্রোনগুলি পাকিস্তানের দিক থেকে আসতে দেখা গিয়েছে সেগুলিকে বলা হয় কামিকাজে ড্রোন। এগুলি মূলত সুইসাইড ড্রোন হিসেবে পরিচিত। এগুলি একটি নির্দিষ্ট এলাকাতে গিয়ে আছড়ে পড়ে। তবে বিষয়টিকে মোটেই হাল্কাভাবে নিচ্ছে না ভারত।


যে ড্রোনগুলি দেখা গিয়েছে সেগুলি আকারে ছোটো। আর্মি ডে-তে বিষয়টি জানিয়েছেন আর্নি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি জানিয়েছেন, পাকিস্তানের এই কার্যকলাপ তারা দেখছেন। যদি পাকিস্তানের পক্ষ থেকে কোনও ধরণের সামরিক উস্কানি দেওয়া হয় তাহলে ভারত তার উপযুক্ত জবাব দেবে।


জেনারেল দ্বিবেদী জানিয়েছেন, ড্রোনগুলিতে আলো থাকার জন্য সেগুলি অনেক দূর থেকেই দেখা যাচ্ছে। এগুলি আকাশের অনেক উচ্চতায় দেখা গিয়েছে। সামনেউ ২৬ জানুয়ারি। তার আগে এমন কাজ করে ভারতকে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে বেশি বাড়াবাড়ি করলেই তার জবাব দেওয়া হবে।


৯ জানুয়ারি থেকে পাকিস্তান সীমান্ত এলাকায় প্রায় ১০ থেকে ১২ টি ড্রোন পাঠিয়েছে। এগুলি মূলত পুঞ্চ, রামগড়, সাম্বা সেক্টরে দেখা গিয়েছে। এর আগে নৌসেরা, রাজৌরিতেও পাক ড্রোনের দেখা মিলেছিল। ৯ জানুয়ারি যে পাক ড্রোন ভারতে এসেছিলে সেগুলি দুটি পিস্তল এবং তিনটি ম্যাগাজিন ফেলেছিল। পাশাপাশি ১৬ টি বুলেট এবং একটি গ্রেনেডও ফেলে। সেগুলি ফেলেছিল সাম্বা জেলায়। 
বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তান ফের একবার ভারতের শক্তিকে চ্যালেঞ্জ করতে চাইছে। তাই সীমান্ত এলাকা বরাবর তারা এই কাজ করে চলেছে। 


অনেকে মনে করছে পাকিস্তান এই ধরণের ড্রোন পাঠিয়ে ভারতের উত্তর দেখতে চাইছে। ভারতের নতুন রাডার সিস্টেম কতটা উন্নত সেটাও পরীক্ষা করতে চাইছে পাকিস্তান। পাশাপাশি ভারতীয় সেনা কোথায় কতটা সক্রিয় তারও অনুমান করতে চায় পাকিস্তান।


পাকিস্তান সীমান্ত পারের কোনও ফাঁক চাইছে যেখান দিয়ে তারা ফের একবার জঙ্গি কার্যকলাপ করতে চাইবে। তবে প্রতিটি ক্ষেত্রেই পাকিস্তান নেগেটিভ উত্তর পেয়েছে। ভারত যে জঙ্গিদের প্রবেশের সমস্ত পথ বন্ধ করেছে সেটাই তারা দেখছে।

&t=1481s


জম্মু-কাশ্মীরের এক পুলিশকর্তা মনে করেন, সীমান্তপারে ফের একবার পাকিস্তান সন্ত্রাস চালাতে চাইছে। সেখানে ফের একবার অস্ত্র এবং মাদকের চালান তারা ড্রোন দিয়েই করতে চাইছে। তাই তারা বারে বারে ড্রোনকে কাজে লাগাচ্ছে।