আজকাল ওয়েবডেস্ক: চলন্ত গাড়ির কাচ ভেঙে ভেতরে ঢুকে পড়ল নীলগাই। আর সেই পশুর পায়ের আঘাতেই মায়ের কোলে থাকা মাত্র চার বছরের এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হল। গত বুধবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের গুনা জেলায় এই ভয়ানক দুর্ঘটনাটি ঘটেছে। শুক্রবার পুলিশ ও প্রশাসন সূত্রে এই খবর জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, গুনার বাসিন্দা সোনু জাট তাঁর স্ত্রী এবং ছোট্ট মেয়ে তানিয়াকে নিয়ে নিজেদের পৈতৃক গ্রাম মগরাদায় যাচ্ছিলেন। পরিবার সূত্রে খবর, মকর সংক্রান্তি উপলক্ষে পরিবারের সঙ্গে উৎসবে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু বুধবার সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ তাঁদের গাড়িটি যখন বিলোনিয়া গ্রামের কাছে গুনা বাইপাস পার হচ্ছিল, তখনই ঘটে এই বিপর্যয়।

পুলিশ সূত্রে খবর, হঠাৎই দুটি নীলগাই দৌড়াতে দৌড়াতে রাস্তার মাঝখানে চলে আসে। চালকের আসনে থাকা সোনু কিছু বুঝে ওঠার আগেই একটি নীলগাই লাফ দিয়ে গাড়ির সামনের কাচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সেই সময় নীলগাইয়ের পা সজোরে গিয়ে লাগে মায়ের কোলে বসে থাকা তানিয়ার মাথায়।

ক্যান্টনমেন্ট থানার পুলিশ আধিকারিক অনুপ ভার্গব জানিয়েছেন, নীলগাইয়ের লাথিতে শিশুটির মাথায় গভীর ক্ষত হয়েছিল। তানিয়ার বাবা-মা-ও এই দুর্ঘটনায় জখম হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও বনকর্মীরা তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করান। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

অন্যদিকে, গাড়ির ভেতরে আটকে পড়া নীলগাইটিকে দীর্ঘক্ষণের চেষ্টায় বের করে আনেন বনকর্মীরা। সেটির অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। উৎসবের আমেজে আনন্দ করতে যাওয়ার পথে এই শোকাবহ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।