হাওয়া অফিস আগেই জানিয়েছিল, আপাতত কনকনে ঠাণ্ডা আর থাকবে না বঙ্গে। আপাতত রাজ্যে শীতের মেজাজ থাকলেও তা ধীরে ধীরে কমতে থাকবে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভোরের দিকে কিছু জেলায় এখনও শীত অনুভূত হবে।
2
6
রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় এক–দুটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গিয়েছে শুক্রবার।
3
6
দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় এক–দুটি জায়গায় দমকা হাওয়া বইতে দেখা গেছে। শুক্রবার উত্তরবঙ্গের এক–দুটি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে কমেছে বলে জানা গিয়েছে। রাজ্যের অন্যান্য অংশে সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হয়নি।
4
6
দক্ষিণবঙ্গের অধিকাংশ স্থানে শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থেকে অনেকটাই কম ছিল। উত্তরবঙ্গের এক–দুটি স্থানে তাপমাত্রা স্বাভাবিকের নিচে, আবার কিছু জায়গায় স্বাভাবিকের উপরে এবং রাজ্যের বাকি অংশে প্রায় স্বাভাবিক ছিল।
5
6
রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য অঞ্চলে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৩.২ ডিগ্রি সেলসিয়াসে।
6
6
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিনভর তাপমাত্রা এর আশেপাশেই ঘোরাঘুরি করবে। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি থাকবে। অর্থাৎ সকাল এবং সন্ধ্যার দিকে তাপমাত্রা থাকবে এর আশেপাশেই।