আজকাল ওয়েবডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড চলতি বছরে ১১ হাজার ৫৫৮ টি পদে লোক নেবে। এগুলি সবই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এনটিপিসি-তে নেওয়া হবে। ইতিমধ্যেই জারি করা হয়েছে নোটিফিকেশন। ৮১১৩ টি পদে গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন।
অন্যদিকে ৩৪৪৫ টি পদে আন্ডার গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারেন। রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে এই সকল পদের জন্য ইতিমধ্যেই আবেদনপত্র চাওয়া হয়েছে। সমস্ত পদের আবেদনপত্রই অনলাইনে করা হবে বলেও জানিয়ে দিয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ড। যারা আন্ডার গ্র্যাজুয়েট প্রার্থী রয়েছেন তাঁদের ন্যুনতম যোগ্যতা যেকোনও সরকারি স্কুল থেকে ১২ ক্লাস পাস হতে হবে।
যারা গ্র্যাজুয়েট প্রার্থী রয়েছেন তাঁদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। আন্ডার গ্র্যাজুয়েটদের বয়স থাকতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। অন্যদিকে গ্র্যাজুয়েটদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। গ্র্যাজুয়েট পদগুলির ক্ষেত্রে আবেদন করা যাবে ১৪ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবরের মধ্যে। অন্যদিকে আন্ডার গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে যে পদগুলি রয়েছে সেখানে আবেদন করা যাবে ২১ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত।
