‘দিদি নম্বর ১’-এর মঞ্চ তারকাদের মিলনমেলা। টলিউড এবং টেলিপাড়ার তাবড় অভিনেতারা ‘দিদি’ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খেলতে আসেন। কখনও সঙ্গে পরিবার। কখনও ঘনিষ্ঠ বন্ধুরা। এবার যেমন দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে খেলতে এসেছিলেন তাঁর মা বর্ণালি মুখোপাধ্যায়। সাধারণত, ‘দিদি’র কাছে ছেলেমেয়েদের নিয়ে মায়েরা মুঠো মুঠো অভিযোগ জানান। এবারে ঠিক উল্টোটাই ঘটেছে। ‘দিদি’র কাছে মায়ের কীর্তি ফাঁস করেছেন অভিনেত্রী!
শুরুতে বর্ণালি যথারীতি মেয়ের সম্বন্ধে অভিযোগের ঝুলি উপুড় করেছিলেন। দিয়ার নানা কাণ্ডের কথা তিনি প্রকাশ্যে আনেন।
তারপরেই দিয়ার পালা। তিনি মাকে সপাট বলেন, ‘‘এবার আমি নালিশ করি? হয়ে গিয়েছে তো তোমার, শেষ?’’ তারপরেই তিনি রচনাকে সাফ জানান, তাঁর মা চুরি করেন! গাছ চুরি করা তাঁর নেশা। শুনে দিদি স্তম্ভিত। হেসে ফেলেছেন উপস্থিত দর্শক, বাকি অংশগ্রহণকারীরাও। লজ্জায় মুখ ঢেকেছেন বর্ণালি। দিয়া বলেই চলেছেন, ‘‘যেখানেই সুন্দর ফুলগাছ দেখবে মা তুলে নেবে! রাস্তার মাঝখান থেকে, কারও বাড়ি থেকে এমনকি রাস্তার ডিভাইডারে পছন্দসই ফুলগাছ দেখলেই গাড়ি থামিয়ে সেগুলো চুরি করবে!’’ এমনও হয়েছে যেখানে গাড়ি দাঁড়ানো সম্ভব নয় সেখানেও তিনি জোর করে দাঁড় করিয়ে গাছ তুলে নিয়েছেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
শুরুতে বর্ণালি যথারীতি মেয়ের সম্বন্ধে অভিযোগের ঝুলি উপুড় করেছিলেন। দিয়ার নানা কাণ্ডের কথা তিনি প্রকাশ্যে আনেন।
তারপরেই দিয়ার পালা। তিনি মাকে সপাট বলেন, ‘‘এবার আমি নালিশ করি? হয়ে গিয়েছে তো তোমার, শেষ?’’ তারপরেই তিনি রচনাকে সাফ জানান, তাঁর মা চুরি করেন! গাছ চুরি করা তাঁর নেশা। শুনে দিদি স্তম্ভিত। হেসে ফেলেছেন উপস্থিত দর্শক, বাকি অংশগ্রহণকারীরাও। লজ্জায় মুখ ঢেকেছেন বর্ণালি। দিয়া বলেই চলেছেন, ‘‘যেখানেই সুন্দর ফুলগাছ দেখবে মা তুলে নেবে! রাস্তার মাঝখান থেকে, কারও বাড়ি থেকে এমনকি রাস্তার ডিভাইডারে পছন্দসই ফুলগাছ দেখলেই গাড়ি থামিয়ে সেগুলো চুরি করবে!’’ এমনও হয়েছে যেখানে গাড়ি দাঁড়ানো সম্ভব নয় সেখানেও তিনি জোর করে দাঁড় করিয়ে গাছ তুলে নিয়েছেন।
View this post on Instagram
