সম্প্রতি রটে যায় 'রঘু ডাকাত' ছবিটির পর আবারও দেবের সঙ্গে একই ছবিতে কাজ করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। জল্পনা শুরু হয় তবে কি ফেডারেশনের সঙ্গে সংঘাত বাড়িয়ে, তাঁদের করা ব্যান না মেনেই অভিনেতাকে ছবিতে নিচ্ছেন মেগাস্টার? এদিন ইম্পার মিটিংয়ে এসে নিজেই গোটা বিষয়টা খোলসা করলেন।
দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটির সপ্তম ছবিতে অনির্বাণ ভট্টাচার্য থাকছেন? জল্পনার আগুনে জল ঢেলে দেব বললেন, ''সম্পূর্ণ ভুয়ো খবর। বরং সত্যি বলতে, আমি বুম্বাদাকে (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) ফোন করেছি। বুম্বাদা এখনও হ্যাঁ, না কিছুই বলেনি। কিন্তু কাল খবরটা বেরোনোর পর থেকে ভাবনা চিন্তা শুরু করেছি, ব্যাপারটা হলে ভাল বই খারাপ হবে না।"
কেবল এতটুকু বলেই থামেননি দেব। তিনি এদিন অকপটে জানান অনির্বাণ ভট্টাচার্য ভাল অভিনেতা এবং তাঁর প্রয়োজন আছে ইন্ডাস্ট্রিতে। মেগাস্টার এদিন অনির্বাণ ভট্টাচার্যের হয়ে ক্ষমা চান ফেডারেশনের কাছে। অনুরোধ করেন অভিনেতার উপর থেকে ব্যান তুলে নেওয়ার জন্য।
দেব এদিন অনির্বাণ ভট্টাচার্যের হয়ে বলেন, "হ্যাঁ, এটা বলব, একজন এত ভাল অভিনেতা, ফেডারেশনের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। আমি চাইব, আমার ছবিতে থাকুক বা না থাকুক, কিন্তু একটা ছেলে এত সুন্দর অভিনেতা, কাজ তো করা উচিত। আমি ফেডারেশনকে এটাই বলব যে, এই সংস্থা তো সব টেকনিশিয়ানদের মাথা, আমিও টেকনিশিয়ানের ছেলে। আমার বাবা তো বম্বেতে ক্যাটারিং করত। তার ছেলে আজ হিরো হয়েছে। আমি নিশ্চিত, এখানকার টেকনিশিয়ানরাও চান তাঁদের ছেলে-মেয়েরাও ডাক্তার ইঞ্জিনিয়ার হোক। আমি কাউকে ব্যান করে দেওয়ার বিপক্ষে। তার মানে এটা নয় যে আমি ফেডারেশনের বিপক্ষে কথা বলছি। যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে, আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওকে দয়া করে কাজ করতে দিন। ও এমন একজন অভিনেতা, যাকে বাংলার দরকার। ওর অনেক অবদান বাকি আছে। ও ভাল ছেলে না খারাপ ছেলে সেটা আমার কাছে জরুরি নয়। ও একজন অভিনেতা, আমার কমিউনিটির একজন লোক।"
অনির্বাণের বিষয়টা দেখার জন্য তিনি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেন। বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব বিষয়টা দেখার, যাঁরা এতদিন বাংলাকে আগলে রেখেছেন। আমি স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাসকেও অনুরোধ করব। আমি জানি না দেশু ৭-এ অনির্বাণকে কতটা রাখতে পারব। কারণ ও এত বড় অভিনেতা, স্ক্রিপ্টে ওকে ফিট করানো যাবে কিনা জানি না। ওকে মিসইউজ করতে চাই না। কিন্তু এটা চাই, অনির্বাণ কাজ করুক। আমাদের রাজ্যে ৬ মাস ধরে একজন অভিনেতা ব্যানড হয়ে আছেন, এটা অন্যায়। আমি ৩ বারের সাংসদ, বাংলার ছেলে, ভাই, সুপারস্টার, মেগাস্টার হয়ে ফেডারেশনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ছেলেটাকে কাজ করতে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়, দিদিকেও বলব বিষয়টা দেখতে।"
দেবের এই অনুরোধ কতটা ফেডারেশন গ্রাহ্য করে সেটাই এখন দেখার। অনির্বাণ ভট্টাচার্যকে শেষবার 'রঘু ডাকাত' ছবিতে দেখা গিয়েছিল। পুজোর সময় মুক্তি পেয়েছিল ছবিটি।
