আজকাল ওয়েবডেস্ক : বিজেপিকে ফের একবার একহাত নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, বিজেপির কোনও রাজনীতি নেই। তারা কংগ্রেসকে নকল করে চলে। তাদের রাজনীতির কোনও বাস্তবতা নেই। নিজের এক্স হ্যান্ডেলে খাড়গে বলেন, বিজেপি যে ধরনের রাজনীতি করে তাতে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত। প্রতিটি নির্বাচনের আগে তারা যে প্রতিশ্রুতির গলা ফাটায় তার কোনও বাস্তবতা নেই। যে সমস্ত রাজ্যে কংগ্রেস ক্ষমতায় রয়েছে সেখানকার মানুষ জানে তারা কংগ্রেসের দ্বারা কতটা উপকৃত হয়েছে। তাই বিজেপির অপপ্রচারকে বাদ দিয়ে তারা ফের একবার কংগ্রেসকেই বেছে নেবে। লোকসভা নির্বাচনের আগে ৫ রাজ্যের নির্বাচনের ফলের দিকে তাকিয়ে রয়েছে সকলেই। বিজেপি এই ৫ রাজ্যে কেমন ফল করবে তার ওপর লোকসভা নির্বাচনের ফল অনেকটাই নির্ভর করবে। এমনটাই মনে করছেন রাজনীতির কারবারিরা। তবে বিধানসভা ভোট এবং লোকসভা ভোটের মধ্যে অনেকটাই ফারাক থাকে। তাই লোকসভা ভোট নিয়ে চিন্তিত নয় বিজেপি। বিজেপির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। অন্যদিকে ইন্ডিয়া জোটকে বিজেপি ভয় পেয়েছে বলেই দাবি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের।
