সংবাদ সংস্থা মুম্বই : দেশের প্রথম সারির তারকা হওয়ার পাশাপাশি একজন পুরোদস্তুর 'ফ্যামিলি ম্যান শাহরুখ খান। অভিনেতা হিসাবে যত ব্যস্তই থাকুক না কেন নিজের সন্তানদের প্রায় সবসময় আগলে রাখেন তিনি। ক্রিকেট স্টেডিয়াম হোক কিংবা বিভিন্ন ফিল্মি অনুষ্ঠান, সন্তানদের পাশে নিয়েই সেসব জায়গায় উপস্থিত হন 'বাদশা'। সমাজমাধ্যমে শাহরুখের তিন সন্তান -আরিয়ান, সুহানা, আব্রাম যথেষ্ট জনপ্রিয়। সুহানা তো ইতিমধ্যে অভিনেত্রী হিসাবে তাঁর সফর শুরু করেছেন বলিপাড়ায়। অন্যদিকে, একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে পরিচালক হিসাবে চলতি বছরে আত্মপ্রকাশ করবেন আরিয়ানও। সম্প্রতি, নিজের ইউটিউব চ্যানেলে শাহরুখের প্রথম দুই সন্তান -আরিয়ান এবং সুহানার বিষয়ে সেই অজানা তথ্য দিয়েছেন অভিনেত্রী মোনা সিং।

২০ বছর আগের একটি ঘটনার কথা নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মোনা। জানিয়েছেন, তখন ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক 'জস্সি জ্যায়সি কোই নেহি'তে নামভূমিকায় অভিনয় করছেন তিনি। মুম্বইয়ের ফিল্ম সিটি ধারাবাহিকে একদিন জোরকদমে শুটিং চলছে সেই ধারাবাহিকের। শুটিং ব্রেকের মাঝে হঠাৎ তিনি লক্ষ্য করলেন আরিয়ান ও সুহানার হাত ধরে তাঁদের সেটে গুটি গুটি পায়ে এসে হাজির হয়েছেন শাহরুখ খান। অভিনেত্রী জানান, এত কাছ থেকে শাহরুখ দেখে প্রথমত চমকে গিয়েছিলেন তিনি। তবে চমক বাকি ছিল আরও। শাহরুখ যখন 'থ্রি ইডিয়টস'-এর অভিনেত্রীকে জানালেন, তাঁর দুই ছেলে-মেয়ে 'জস্সি'র ভীষণ ভক্ত, ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন তিনি। মোনার কথায়, "নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না যে শাহরুখের দুই সন্তান আমার ভক্ত। সেই মুহূর্তে প্রথম যে কথা আমার মনে হয়েছিল, একজন অভিনেতা হিসাবে কতটা নম্র এবং উদার মানুষ শাহরুখ'।

শুধু তাই নয়, অভিনেত্রী আরও জানান এরপর শাহরুখ তাঁকে জানিয়েছিলেন 'জস্সি জ্যায়সি কোই নেহি'র আবহসঙ্গীত শুনতে এতটাই ভালবাসেন সুহানা এবং আরিয়ান যে সেটা শুনতে শুনতেই মনের আনন্দে খাবার খায় তাঁরা!

কথাশেষে মোনা জানালেন, গত বছরই 'দ্য আর্চিজ' ওয়েব ছবির প্রিমিয়ারে সুহানা এবং আরিয়ানের সঙ্গে দেখা হয়েছে তাঁর। তাঁদের সঙ্গে কথাবার্তাও হয়। বেশ খানিকক্ষণ সময় একসঙ্গে কাটিয়েছেন তাঁরা। মোনার মতে, সুহানা ও আরিয়ান দু'জনে যেমন 'মিষ্টি' তেমন 'প্রতিভাবান'।