আজকাল ওয়েবডেস্ক: সদ্য শেষ হয়েছে ইউরো কাপ, কোপা আমেরিকা। এবার ফের চোখ রাখার পালা ক্লাব ফুটবলে। মরসুম শুরুর আগে এখন চলছে দলবদলের পালা। এরই মধ্যে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে ইতালিতে পাড়ি দিলেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা। সেরি আ লিগে এসি মিলানে যোগ দিতে চলেছেন তিনি।
?ref_src=twsrc%5Etfw">July 19, 2024
✍ @AlvaroMorata is Rossonero ????⚫
— AC Milan (@acmilan)
Adding a touch of ???????????????? to our #DNACMilan ????#SempreMilanTweet by @acmilan
জানা গিয়েছে, চার বছরের চুক্তিতে এসি মিলানে যোগ দিচ্ছেন তিনি। সেখানে সাত নম্বর জার্সি পরে খেলবেন তিনি। ইউরো কাপ চলাকালীন মোরাতার মিলানে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তাতেই সিলমোহর পড়ল এদিন। জানা গিয়েছে, এসি মিলান পরিচালক ইব্রাহিমোভিচ মোরাতার ট্রান্সফারে বড় ভূমিকা পালন করেছেন। ২০১৯ সালে লোন ট্রান্সফারে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন মোরাতা। ২০২১ সালে স্থায়ী চুক্তিতে মোরাতা থেকে যান দিয়েগো সিমিওনের দলে। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে মোরাতার চুক্তি আরও দুই বছর বাকি ছিল। বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে এসি মিলানে যাচ্ছেন স্পেন অধিনায়ক।
জানা গিয়েছে, মেমফিস ডিপে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর ঠিকমত দলে জায়গা পাচ্ছিলেন না মোরাতা। এরপর থেকেই দলবদলের সম্ভাবনা তৈরি হয়। এর আগে জুভেন্টাসের হয়ে খেলেছেন মোরাতা। স্প্যানিশ ফরোয়ার্ড জানিয়েছেন, বিভিন্ন কারণে যখন কোথাও নিজের ১০০% দেওয়া যায় না তখন সেটা ছেড়ে দেওয়া সবথেকে ভাল। ইব্রাহিমোভিচ আমার প্রতি আস্থা রেখেছেন। আমার কেরিয়ারে সামনের কয়েকটা বছর আমি মিলানের এই বড় ক্লাবে খেলতে চাই।'
