আজকাল ওয়েবডেস্ক: সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মারা গেল চার শ্রমিক। মঙ্গলবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে সুরাটের পালসানা–কাটোডরা রোডে। মৃতরা সকলেই বিহারের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে দুই শ্রমিক সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে নেমেছিল। কিন্তু দীর্ঘক্ষণ তাঁদের কোনও সাড়াশব্দ না পেয়ে আরও দু’জন শ্রমিক সেপটিক ট্যাঙ্কে নামে। কিন্তু তাঁদেরও আর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। স্থানীয়রাই ঘটনার কথা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে চার জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু মারা যায় চার শ্রমিক।
