নিজস্ব সংবাদদাতা: 'বাংলা সেরা'র তকমা জেতার লড়াইয়ে নেমেছে জি বাংলার তিন ধারাবাহিক। নতুন ধারাবাহিক শুরু হতেই লড়াই আরও জোরদার হয়েছে। চলতি সপ্তাহে প্রথম স্থান অধিকার করল জি বাংলার 'ফুলকি'। মহাসপ্তাহে 'ফুলকি'-'রোহিত'-এর প্রাপ্ত নম্বর ৭.৬। দ্বিতীয় স্থানে য়েছে 'নিম ফুলের মধু'। 'পর্ণা'-'সৃজন'-এর কেমিস্ট্রি নজর কাড়ল দর্শকের। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২। চলতি সপ্তাহে নজর কাড়ল 'জগদ্ধাত্রী'। সবাইকে সরিয়ে ৬.৭ নম্বরে তৃতীয় স্থানে জায়গা করে নিল 'জগদ্ধাত্রী'-স্বয়ম্ভূ'।

চারে রয়েছে জি বাংলা ও স্টার জলসার দুটি মেগা যৌথভাবে। 'কথা' আর 'কোন গোপনে মন ভেসেছে'। তাদের প্রাপ্ত নম্বর ৬.২। পঞ্চম স্থানে ৬.০ নম্বরে রয়েছে "গীতা এলএলবি'। অবশ্য পাঁচ নম্বরে রয়েছে স্টার জলসার আরও দুটি মেগা। শুভ বিবাহ ও অনুরাগের ছোঁয়ার প্রথম ৩০ মিনিট মিলিয়ে টিআরপি রেটিং তুলেছে ৬.০। 

ষষ্ঠ স্থানে যৌথভাবে রয়েছে 'উড়ান' ও 'রোশনাই'। তাদের প্রাপ্ত নম্বর ৫.৭। সপ্তমে ৪.৯ নম্বরে রয়েছে 'মিঠিঝোরা'। ৪.৭ নম্বর পেয়ে অষ্টমে রয়েছে স্টার জলসার 'বঁধুয়া'। নবমেও যৌথ ভাবে রয়েছে স্টার জলসার দুটো ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া' ও 'হরগৌরী পাইস হোটেল'। তাদের প্রাপ্ত নম্বর ৪.৫। ৪.২ নম্বরে যৌথভাবে দশম স্থানে রয়েছে 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' ও 'তোমাদের রাণী'।