'কনে দেখা আলো' টিআরপি তালিকায় সেরা ১০ এ জায়গা না পেলেও, এর গল্প দর্শকদের চর্চার অন্যতম বিষয়। একই সঙ্গে এই ধারাবাহিক স্লট লিডারও বটে। সম্প্রতি লাজুকে পরিবারের বিরোধিতা করে বাড়ি ফিরিয়ে এনেছে সুদেব। এবার তাদের জীবনে নতুন কোন ঝড় উঠতে চলেছে?
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কনে দেখা আলো' ধারাবাহিকের যে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে লাজুর পরীক্ষার ফলাফল বেরিয়েছে। তাতে দারুণ রেজাল্ট করেছে সে। সাংবাদিকরা সেই বিষয়ে প্রশ্ন করতেই লাজু অকপটেই জানায় তার এই ভাল ফলাফলের কৃতিত্ব একমাত্র কলকাতার অনুভবের। এদিকে পিছনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে সুদেব আর তার পরিবার। শাশুড়ি তাকে টেনে এনে ধমক দেয় এভাবে অন্য পুরুষকে ধন্যবাদ দেওয়ায়। যদিও লাজু জানায় সে কোনও মিথ্যে বলেনি। যা সত্যি সেটাই জানিয়েছে। যদিও লাজুর শাশুড়ি জানায় এবার তাকে আর পড়তে দেবে না। লেখা পড়ার ভূত তাড়িয়ে ছাড়বে বউমার মাথা থেকে।
অন্যদিকে অনুভব খবর পায় লাজুর ভাল ফলাফলের। বনলতা যখন বলে লাজুর হয়তো আর পড়াশোনা হবে না। গ্রামে ভাল কোনও কলেজ নেই। সেটা শুনে অনুভব জানায় দরকারে সে লাজুকে কলকাতায় নিয়ে আসবে। কিন্তু উচ্চশিক্ষা দিয়ে ছাড়বে। এমন অবস্থায় নতুন করে এই চারজনের জীবনে কোন ঝড় ওঠে সেটাই দেখার।
প্রসঙ্গত, সম্প্রতি সুদেব লাজুকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়েছে সবার বিরোধিতা করে। যদিও লাজুর শ্বশুর বাড়ির লোকজন তাতে মোটেই খুশি হয়নি। অন্য পুরুষের বাড়িতে দিন কাটানোয় রাখতে চায়নি। কিন্তু লাজুর জেদ এবং সুদেবের কথা ভেবে সহ্য করে। অনুভব লাজুকে ফেরত নিতে এলে নায়িকা তাকে ফেরত পাঠিয়ে দেয়। থেকে যায় শ্বশুর বাড়িতে। এখন আবার গল্পে আসছে নতুন মোড়। শেষ পর্যন্ত এই ৪ জনের জীবনে কোন খাতে বইবে সেটাই দেখার।
প্রসঙ্গত 'কনে দেখা আলো' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় দেখা যায়। এটি সোম থেকে শুক্রবার পর্যন্ত সম্প্রচারিত হয় রাত সাড়ে নয়টা থেকে।
