দেখতে দেখতে জন্মের দুই মাস পার। গত বছরের ৭ নভেম্বর ভূমিষ্ঠ হয়েছে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের সন্তান। অবশেষে এদিন ছেলের ছবি প্রকাশ্যে আনলেন এই তারকা জুটি। একই সঙ্গে জানালেন কী নাম রেখেছেন।
ক্যাটরিনা কাইফ এদিন ইনস্টাগ্রামের পাতায় একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে ভিকি কৌশলের হাতের উপর তাঁর হাত রাখা। আর তার উপর রাখা তাঁদের নবজাতকদের মুষ্ঠিবদ্ধ হাত। না, অন্যান্য সেলেবদের মতোই, জন্মের পরপরই ছেলের মুখ দেখাননি ক্যাটরিনা এবং ভিকি। কেবল হাতের ছবি পোস্ট করেছেন। জানিয়েছেন তাঁরা তাঁদের ছেলের নাম রেখেছেন বিহান।
এদিন এই ছবিটি পোস্ট করে ক্যাটরিনা কাইফ লেখেন, 'আমাদের জীবনের আশার আলো, বিহান কৌশল।' একই সঙ্গে লেখেন, 'প্রার্থনার উত্তর পাওয়া যায়। জীবন সুন্দর। আমাদের জীবন বদলেছে নিমেষেই। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।' ক্যাটরিনা এবং ভিকির ছেলের নামের অর্থ সকাল বা প্রভাত, অথবা সকালের প্রথম আলো।
ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের এই পোস্টে তাঁদের অনুরাগীদের পাশাপাশি ইন্ডাস্ট্রির বন্ধুরাও মন্তব্য করেছেন। হৃতিক রোশন একরত্তিকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'অনেক আশীর্বাদ। তোমায় স্বাগত বিহান। ভীষণ ভাল খবর। অনেক শুভেচ্ছা এবং ভালবাসা।' পরিণীতি চোপড়া লেখেন, 'ছোট্ট বন্ধু।' প্রসঙ্গত, পরিণীতি চোপড়াও সদ্যই মা হয়েছেন। রকুলপ্রীত সিং সহ একাধিক তারকা মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৭ নভেম্বর জন্ম হয় ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের ছেলের। গত বছরের গোড়ার দিকে সন্তান আসার খবর দেন এই তারকা জুটি। ছেলের জন্মের পর সুখবর দিয়ে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ লেখেন, 'আমাদের খুশির বান্ডিল এসে গিয়েছে। আমাদের ছেলে হয়েছে।'
ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ ২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন। রাজস্থানের সিক্স সেন্সেস দুর্গ বারওয়ারায় তাঁদের বিবাহবাসর বসেছিল। ভিকি কৌশলকে দর্শক শেষবার 'ছাবা' ছবিতে দেখেছেন। এটি ২০২৫ সালের অন্যতম বক্স অফিস হিট ছবি। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এখানে। আগামীতে তাঁকে সঞ্জয় লীলা বনসালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে রণবীর কাপুর, আলিয়া ভাট থাকবেন। অন্যদিকে ক্যাটরিনা কাইফকে দর্শক শেষবার 'মেরি ক্রিসমাস' ছবিতে দেখেছিলেন ২০২৪ সালে। অভিনেত্রী এখনও তাঁর নতুন প্রজেক্ট ঘোষণা করেননি। একরত্তিকেই সময় দিচ্ছেন।
