আজকাল ওয়েবডেস্ক: স্কুলে বসে ঘণ্টার পর ঘণ্টা ক্যান্ডি ক্রাশ খেলেন শিক্ষক। কীর্তি ফাঁস হতেই কড়া পদক্ষেপ করল উত্তরপ্রদেশের শিক্ষা দপ্তর। কাজে ফাঁকি দিয়ে মোবাইল গেম খেলার জেরে সরকারি স্কুলের শিক্ষক প্রিয়ম গোয়েলকে সাসপেন্ড করলেন আধিকারিকরা।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্বল জেলায়। দিন কয়েক আগেই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন জেলা শাসক। কয়েকজন পড়ুয়ার খাতা পরীক্ষা করে একগুচ্ছ ভুল চোখে পড়ে তাঁর। জেলা শাসক জানিয়েছেন, স্কুলের ছ'জন পড়ুয়ার লেখায় অন্ততপক্ষে ৯৫টি ভুল চোখে পড়ে। লেখাগুলি তাঁর আগে পরীক্ষা করে দেখেছিলেন সহকারী শিক্ষক প্রিয়ম। তাঁর চোখে এতগুলো ভুল চোখে পড়েনি কেন? তদন্তের স্বার্থে শিক্ষকের ফোন পরীক্ষা করেন জেলা শাসক।

ফোনের একটি অ্যাপে ধরা পড়ে, স্কুলে সাড়ে পাঁচ ঘণ্টা থাকাকালীন আড়াই ঘণ্টা তিনি ক্যান্ডি ক্রাশ খেলেন। বিভিন্ন সমাজ মাধ্যমে আধ ঘণ্টা সময় ব্যয় করেন। ফোনে কথা বলেন ২৬ মিনিট। প্রায় প্রতিদিন স্কুলে থাকাকালীন ক্লাসে বসেও গেম খেলেন তিনি। প্রিয়মের এমন কীর্তির কথা শিক্ষা দপ্তরে জানান জেলা শাসক। এরপরই তাঁকে সাসপেন্ড করা হয়।