রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৬ জুলাই ২০২৪ ১২ : ২২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: বাম কংগ্রেস জোট সমর্থকদের সঙ্গে তৃণমূল সমর্থকদের সংঘর্ষে শনিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রানিনগর থানার ডেপুটিপাড়া গ্রাম। দু’পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের গোধনপাড়া গ্রামীণ হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে।
গ্রামে সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই দু’পক্ষের ছ’জনকে আটক করেছে রানিনগর থানার পুলিশ। গ্রামে উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্ছে।
স্থানীয় সূত্র জানা গেছে, লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর থেকেই রানিনগর–২ ব্লকে বাম কংগ্রেস সমর্থকদের সঙ্গে তৃণমূল সমর্থকদের মাঝেমধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটছে। গত বিধানসভা নির্বাচনে রানিনগর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী জিতলেও পঞ্চায়েত নির্বাচনে রানিনগর–২ ব্লকে বাম–কংগ্রেস নেতৃত্ব জোট করে ভোটে লড়ে রানিনগর–২ পঞ্চায়েত সমিতি দখল করে।
এবারের লোকসভা নির্বাচনেও রানিনগর–২ ব্লক থেকে বাম–কংগ্রেস জোট তৃণমূলের থেকে প্রায় সাড়ে ছয় হাজার ভোটে এগিয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে এক তৃণমূল কর্মী পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন, সেই সময় হঠাৎই কয়েকজন বাম–কংগ্রেস সমর্থক পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে তাকে মারধর করেন
এই ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়তেই তৃণমূল এবং বাম–কংগ্রেস জোট সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষের সংঘর্ষের সময়ে গ্রামে মুড়ি–মুড়কির মতো বোমা পড়ে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে আসে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, বোমাবাজিতে আহত হন মুরসেলিম মণ্ডল এবং জাহাঙ্গির আলি মণ্ডল নামে দুই তৃণমূল কর্মী। এছাড়াও কয়েকজন অল্পবিস্তর আহত হন। রানিনগর–২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মিজান হাসান বলেন, ‘লোকসভা নির্বাচনে ভাল ফলাফলের পর এলাকার বাম–কংগ্রেস জোটের নেতারা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে শুরু করেছেন। সেই কারণে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে এবং আমাদের কর্মীদের আতঙ্কিত করতে গ্রামে বোমাবাজি করেছে বাম–কংগ্রেস জোট সমর্থকরা।’ তিনি দাবি করেছেন, ‘এই বোমাবাজির ঘটনায় দলের অন্তত পাঁচ জন সদস্য আহত হয়েছেন। বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
অন্যদিকে রানিনগর–২ ব্লক যুব কংগ্রেস সভাপতি মিলন শেখ বলেন ‘সকালে গ্রামে দু’পক্ষের লোকেদের মধ্যে যখন কথা কাটাকাটি হচ্ছিল সেই সময় কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বোমা নিয়ে আমাদের লোকেদের উপর হামলা চালাতে আসেন। কিন্তু অসাবধানতাবশত তাদের হাতেই ওই বোমা ফেটে যায়। এর ফলে কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছে।’ মিলন শেখ দাবি করেন, ‘সংঘর্ষের পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কংগ্রেস সমর্থকদের পাঁচটি বাড়িতে লুটপাট চালিয়েছে।’
নানান খবর

নানান খবর

‘তোর নাকটা বড় সুন্দর’, মাঝরাতে স্ত্রী ঘুমোতেই নাক কামড়ে খেয়ে নিলেন স্বামী! যুবতীর অভিযোগে তোলপাড়

প্রতিবন্ধকতাকে হারিয়ে মাধ্যমিকে সাফল্য, অনুপ্রেরণার নাম নয়ন, হতে চায় প্রশাসক

বান্ধবীর সঙ্গে কথা বলতে বলতেই চরম পদক্ষেপ! ফের আইআইটি খড়গপুরে পড়ুয়ার রহস্যমৃত্যু

মাটিয়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট, গ্রেপ্তার ১

আগামী সপ্তাহেও জেলায় জেলায় ঝড়বৃষ্টি, কালবৈশাখী তাণ্ডব চালাবে উত্তর থেকে দক্ষিণে!

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি