আজকাল ওয়েবডেস্ক: বাবা ও ছেলে বাংলাদেশি বলে বিজেপির দলীয় প্যাডে বিডিওর কাছে অভিযোগ! তৃণমূল করার 'অপরাধ'-এ ভারতীয়কে বাংলাদেশি বলে আখ্যা দেওয়ার চেষ্টা। পরে অবশ্য ভুল স্বীকার করে নেওয়া হয় বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ তাঁর ব্যক্তিগত সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এবং এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। গোটা বিষয়টি নিয়ে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট দক্ষিণ-এর বিজেপির মন্ডল সভাপতি রঞ্জিত দাসের বিরুদ্ধে অভিযোগের তির। 

জানা গিয়েছে, বসিরহাটের টাকি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পানপাড়া এলাকার বাসিন্দা আব্দুল সাত্তার মন্ডল(৪৭) এবং তাঁর ছেলে গোলাম রসুল মন্ডলকে বাংলাদেশি বলে হাসনাবাদ বিডিওর কাছে লিখিত অভিযোগ করা হয়। যদিও বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন।

https://www.youtube.com/shorts/CLpxSAuRhso

আব্দুল সাত্তার মণ্ডলের পরিবারের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় নাম এবং ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড-সহ সমস্ত নথি তাঁদের কাছে রয়েছে। তাঁদের অভিযোগ, এরপরেও বাংলাদেশি বলে মিথ্যা অভিযোগ করেছিলেন বিজেপির স্থানীয় এক নেতা। তাঁদের শুনানির জন্য ডাকা হয়। উপযুক্ত নথিপত্র তাঁরা বিডিওকে দেখানোর পর বিজেপি নেতৃত্ব ভুল স্বীকার করেন। আব্দুল সাত্তার মন্ডল অভিযোগ করেন, "আমাদের পরিবার তৃণমূল কংগ্রেস করে। বারবার বিজেপিতে যাওয়ার জন্য আমাকে জোর করা  হচ্ছিল। আমরা যাইনি বলে চক্রান্ত করে বাংলাদেশি তকমা দিয়ে ভোটার তালিকা থেকে নাম কাটার চক্রান্ত করেছিল জেলা বিজেপি নেতৃত্ব।" 

টাকি টাউন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা টাকি পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সীমা মুখার্জি বলেন, বিজেপি চক্রান্ত করে বেছে বেছে  স্থায়ী বাসিন্দাদের নাম বাদ দিচ্ছে। তাদের দলে যেতে না চাওয়ার জন্য এই ধরনের রাজনীতি করছে। 

জানা গিয়েছে,বাবা ও ছেলেকে ১৯শে জানুয়ারি বিডিও অফিসে শুনানির জন্য ডাকা হয়েছিল। এই বিষয়ে বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য জানান,  "বিষয়টি আমার জানা নেই। আমি আপনাদের কাছেই শুনলাম। রঞ্জিত দাসের সঙ্গে কথা বলে আপনাদের বিষয়টি জানাবো।"