মঙ্গল–বুধের ভয়ঙ্কর সংঘর্ষ! ১৮ জানুয়ারি থেকে ৪ রাশির জীবনে ঝড়, বিপদে কালো ছায়া
নিজস্ব সংবাদদাতা
১৭ জানুয়ারি ২০২৬ ১৮ : ২৬
শেয়ার করুন
1
6
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দুই গুরুত্বপূর্ণ গ্রহ মঙ্গল ও বুধের মধ্যে এক ভয়ঙ্কর গ্রহযুদ্ধ শুরু হতে চলেছে। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে তিনটি রাশির মানুষের অর্থনৈতিক অবস্থা, আচরণ এবং মানসিক স্বাস্থ্যের উপর।
2
6
১৬ জানুয়ারি মঙ্গল গ্রহ গোচর করে মকর রাশিতে প্রবেশ করবে। তার কয়েক ঘণ্টার মধ্যেই ১৭ জানুয়ারি বুধও গোচর করে মকর রাশিতে আসবে। এর ফলে মঙ্গল ও বুধের মধ্যে শুধু যুতি নয়, শুরু হবে গ্রহযুদ্ধ।
3
6
মঙ্গল ও বুধ, দু’টি গ্রহই মকর রাশির ২৭ ডিগ্রিতে অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় ‘গৃহযুদ্ধ’। যেহেতু মঙ্গল ও বুধ পরস্পরের শত্রু গ্রহ, তাই এই যুদ্ধের প্রভাব হবে আরও তীব্র। মঙ্গল গ্রহ শক্তি, সাহস ও রাগের প্রতীক, আর বুধ গ্রহ বুদ্ধি, ব্যবসা ও সিদ্ধান্তগ্রহণের ক্ষমতার কারক। এই দুই গ্রহের সংঘাতে কিছু রাশির জীবনে আগামী প্রায় চার দিন অর্থাৎ ২১ জানুয়ারি পর্যন্ত বেশ অস্থির থাকতে পারে।
4
6
মেষ রাশির জাতকদের রাগ বাড়তে পারে। আবেগের বশে কাউকে কষ্ট দেওয়ার আশঙ্কা রয়েছে, যার প্রভাব পড়তে পারে ব্যক্তিগত সম্পর্কে। ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও রয়েছে, যা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। ব্যবসায় লোকসানের যোগও দেখা যাচ্ছে।
5
6
মিথুন রাশির জাতক-জাতিকাদের ভুল বোঝাবুঝি বাড়তে পারে। কথাবার্তায় স্পষ্টতা না রাখলে সম্পর্কের টানাপড়েন হতে পারে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে তা ক্ষতিকর হতে পারে, তাই ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়াই শ্রেয়।
6
6
মঙ্গল–বুধের যুদ্ধ কন্যা রাশির জাতকদের মানসিক চাপ বাড়াতে পারে। অতিরিক্ত চিন্তা ও দুশ্চিন্তার প্রবণতা দেখা দিতে পারে। নেতিবাচক ভাবনা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। মানসিক শান্তির জন্য ধ্যান বা মন্ত্রজপ উপকারী হতে পারে।