বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও একাধিক গ্রহের সংযোগে গুরুত্বপূর্ণ যোগ তৈরি হয়। যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে।
2
9
আগামী ১৯ জানুয়ারি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এদিন শনির নিজস্ব রাশি মকর রাশিতে তৈরি হতে চলেছে বিরল পঞ্চগ্রহী যোগ। সূর্য, মঙ্গল, বুধ, শুক্র ও চন্দ্র একই রাশিতে অবস্থান করবে। প্রায় ১০০ বছর পর বিরল এক মহাযোগ তৈরি হতে চলেছে।
3
9
পঞ্চগ্রহী যোগ কী? যখন এক রাশিতে একসঙ্গে পাঁচটি প্রধান গ্রহ অবস্থান করে, তখন তাকে পঞ্চগ্রহী যোগ বলা হয়। এই যোগ শক্তিশালী হয় কারণ একাধিক গ্রহের শক্তি একত্রে কাজ করে। বিশেষ করে যখন এই যোগ শনির রাশিতে তৈরি হয়, তখন তা কর্মফল, শৃঙ্খলা, পরিশ্রমের ফল এবং দীর্ঘমেয়াদি সাফল্যের ইঙ্গিত দেয়।
4
9
১৯ জানুয়ারির আগে থেকেই সূর্য ও শুক্র মকর রাশিতে অবস্থান করছে। এরপর পর্যায়ক্রমে মঙ্গল, বুধ ও চন্দ্র ওই রাশিতে প্রবেশ করলে পঞ্চগ্রহী যোগ সম্পূর্ণ হবে। ফলে জীবনের নানা ক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে।
5
9
পঞ্চগ্রহী যোগে বিশেষভাবে ৪টি রাশির ওপর শুভ প্রভাব পড়বে। আপনিও কি আছেন সেই তালিকায়? জেনে নিন-
6
9
বৃষ: এই সময় বৃষ রাশির জাতকদের জন্য অর্থভাগ্য খুলবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি ও ব্যবসায় লাভ হতে পারে। নতুন কাজ শুরু করার জন্য সময় ভাল।
7
9
সিংহ: সিংহ রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা সম্মান পাওয়ার যোগ রয়েছে। আয় বাড়ার সম্ভাবনাও রয়েছে।
8
9
বৃশ্চিক: এই রাশির জাতকদের জন্য পঞ্চগ্রহী যোগ নতুন সুযোগ নিয়ে আসবে। ব্যবসায় লাভ, জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সুখবর মিলতে পারে। পুরনো সমস্যা ধীরে ধীরে মিটবে।
9
9
মকর: যেহেতু যোগটি মকর রাশিতেই তৈরি হচ্ছে, তাই এই রাশির জাতকরা সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। জীবনে স্থিরতা, আর্থিক উন্নতি ও দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাওয়ার যোগ রয়েছে।