গ্ল্যামার জগতের ঝকঝকে পর্দার আড়ালে এখন এক নতুন বিতর্ক দানা বেঁধেছে— কাজের সময়সীমা। আসলে এই বিষয়ে প্রথম আওয়াজ তুলেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কিন্তু অনেকেই এই আট ঘণ্টার কাজের সময়সীমার বিরুদ্ধে কথা বলেছিলেন।
2
5
এবার সেই আগুনেই ঘি ঢাললেন ইন্ডাস্ট্রির জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেত্রী ফরিদা জালাল। তাঁর মতে, বর্তমান সময়ের অভিনেতা-অভিনেত্রীরা যে সুযোগ-সুবিধা পাচ্ছেন, তা আগেকার দিনে ভাবাই যেত না। এমনকী এই অতিরিক্ত আরাম-আয়েশ তাঁদের কাজের মান কমিয়ে দিচ্ছে বলেও তিনি মনে করেন।
3
5
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা যে তখন কী অমানুষিক খাটুনি খাটতাম, বলে বোঝানো যাবে না! তখন ওটাই স্বাভাবিক ছিল। আর ভ্যানিটি ভ্যান ছাড়া আউটডোর শুটিংয়ের কথা ভাবুন একবার—ঈশ্বর! বিশেষ করে একজন মহিলা হিসেবে কাজ করাটা কত কঠিন ছিল, আর আমি তো সবসময় মায়ের আঁচল ধরা মেয়ে ছিলাম। আমি আর মা একসঙ্গে সব কষ্ট সহ্য করেছি।”
4
5
তিনি আরও বলেন, “এখন সুবিধা পেতে পেতে বখে গিয়েছি আর কী! এখন আমরা অনেক সুযোগ-সুবিধা পাচ্ছি, কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে। সেই আমলে অভিনয় করা ছিল ভীষণ কঠিন; এই পেশায় আসার আগে মানুষকে দশবার ভাবতে হত। কিন্তু আমি কাজটাকে ভালবাসতাম, অভিনেত্রী হতে চেয়েছিলাম, তাই আজ আমি এখানে।”
5
5
তবে বর্তমান প্রজন্মের অভিনয়শিল্পীদের প্রশংসা করে তিনি জানান যে, তাঁরা সেটে আসার আগেই নিজেদের দারুণভাবে প্রস্তুত করে আসেন। যা কাজের ক্ষেত্রে এখন অনেকটা সুবিধাজনক। প্রসঙ্গত, ফরিদা জালালকে আগামীতে দেখা যেতে চলেছে শাহিদ কাপুরের গ্যাংস্টার ড্রামা 'ও রোমিও'তে।