আজকাল ওয়েবডেস্ক: ভদ্রেশ্বরের বিঘাটি মোড় সংলগ্ন দিল্লি রোডের পাশে একটি ওয়ারহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরের দিকে হঠাৎ করেই ওই ওয়ারহাউস থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়, এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ওয়ারহাউসে বিপুল পরিমাণে প্লাস্টিকের পাইপ মজুত করা ছিল। এই পাইপগুলি মূলত গ্যাসের পাইপলাইন বসানোর কাজে ব্যবহৃত হয় এবং সেগুলি মাটির তলায় বসানোর জন্য তৈরি। এছাড়াও ওয়ারহাউসের ভিতরে মোটা মোটা কেবলও রাখা ছিল। দাহ্য বস্তু বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তবে এলাকায় পর্যাপ্ত জলের সরবরাহ না থাকায় আগুন নেভানোর কাজে দমকল কর্মীরা প্রবল সমস্যায় পড়েন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, শুরুর দিকে দমকলের জল ছিটিয়েও বিশেষ কাজ হচ্ছিল না।

দমকল সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওয়ারহাউসের সীমানা প্রাচীরের বাইরে জমে থাকা আগাছায় কেউ আগুন লাগিয়ে দেয়। সেই আগুন ধীরে ধীরে ভিতরে ছড়িয়ে পড়ে এবং প্লাস্টিকের পাইপে ধরে যায়। প্লাস্টিক ও কেবলের মতো দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।

ওয়ারহাউসের নিরাপত্তারক্ষী প্রথমে আগুন দেখতে পেয়ে তৎক্ষণাৎ কর্মীদের খবর দেন। কর্মীরা নিজেদের অগ্নি নির্বাপন ব্যবস্থার সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। এরপরই দমকলে খবর দেওয়া হয়।

https://www.youtube.com/shorts/CLpxSAuRhso

প্রায় আড়াই ঘণ্টার দীর্ঘ চেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে ওয়ারহাউসের ভেতরের বিপুল পরিমাণ সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখা এতটাই ভয়ংকর ছিল যে, পাশেই থাকা মনোরমা ডেয়ারি সহ আরও কয়েকটি কারখানা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

এই ঘটনায় এখনো পর্যন্ত কোনও  হতাহতের খবর নেই। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে দমকল ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও দাহ্য সামগ্রী সংরক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনার পর।