স্বামীর কথায় অভিনয় ছাড়েন এই জনপ্রিয় অভিনেত্রী! বিয়ের এত বছর পর প্রকাশ্যে গোপন সত্যি
নিজস্ব সংবাদদাতা
১৭ জানুয়ারি ২০২৬ ২৩ : ৪৫
শেয়ার করুন
1
6
বিনোদন জগতের গ্ল্যামার আর খ্যাতির মোহ ত্যাগ করে হঠাৎ করেই ইসলামের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন 'বিগ বস' খ্যাত অভিনেত্রী সানা খান। ২০২০ সালে বিনোদন দুনিয়াকে বিদায় জানিয়ে মুফতি আনাস সইয়দকে বিয়ে করেন তিনি। তারপর থেকেই নেটিজেনদের একাংশের মনে প্রশ্ন ছিল— তবে কি স্বামীর চাপে পড়েই নিজের কেরিয়ার বিসর্জন দিলেন সানা?
2
6
দীর্ঘ ছ'বছর পর নীরবতা ভেঙে এবার সেই সত্যিটা প্রকাশ করলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানা খান তাঁর জীবন পরিবর্তনের নেপথ্যের কাহিনী সবিস্তারে বর্ণনা করেছেন। তিনি সাফ জানিয়েছেন, অভিনয় ছাড়ার সিদ্ধান্তটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ছিল এবং এর পিছনে কোনও বাহ্যিক চাপ কাজ করেনি। বরং, এক গভীর মানসিক অস্থিরতা এবং আধ্যাত্মিক উপলব্ধির কারণেই তিনি রূপালী পর্দা থেকে দূরে সরে আসার সিদ্ধান্ত নেন।
3
6
সানার কথায়, "মানুষ মনে করে আনাসের সঙ্গে বিয়ের পর আমি বদলে গিয়েছি বা সে আমাকে বাধ্য করেছে। কিন্তু সত্যিটা হল, বিয়ের অনেক আগেই আমি হিজাব পরা শুরু করি এবং অভিনয় ছাড়ার ঘোষণা করি। আনাস আমার জীবনে আসার আগে থেকেই আমি এক ধরণের শূন্যতা অনুভব করছিলাম।"
4
6
তিনি আরও যোগ করেন যে, সাফল্যের শিখরে থেকেও তিনি শান্তি পাচ্ছিলেন না। অদ্ভুত এক বিষণ্নতা তাঁকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াত। এমনকী স্বপ্নের মধ্যেও তিনি নিজেকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে দেখতেন, যা তাঁকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল।
5
6
অভিনেত্রী জানান, মুফতি আনাস তাঁর জীবনে একজন সহায়কের ভূমিকা পালন করেছেন মাত্র। তাঁর কথায়, "আনাস আমাকে কখনও কোনও কিছু করতে বাধ্য করেনি। বরং আমি যখন অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই, সে আমাকে মানসিকভাবে শক্তি যুগিয়েছে।" সানা মনে করেন, তাঁর এই পরিবর্তন কোনও হঠকারী সিদ্ধান্ত ছিল না, বরং এটি ছিল এক দীর্ঘ আত্মিক লড়াইয়ের ফসল।
6
6
বর্তমানে সানা খান তাঁর বৈবাহিক জীবন এবং একমাত্র সন্তানকে নিয়ে ভীষণ সুখে আছেন। এখন তিনি বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ড এবং নিজের ব্যবসার কাজে নিজেকে ব্যস্ত রাখেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর জীবনযাত্রার পরিবর্তন দেখে অনেকে সমালোচনা করলেও, সানা সেসবের তোয়াক্কা করেন না। দর্শক তাঁকে শেষ দেখেছিলেন 'স্পেশাল অপস' ওয়েব সিরিজে।