আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্য সঙ্গীত এ্যাকাডেমি ও তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় শুরু হলো দু'দিন ব্যাপী চন্দননগর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল।

শনিবার সন্ধ্যায় চন্দননগর রবীন্দ্র ভবনে ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক প্রবল বসাক, চন্দননগর পুর নিগমের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল প্রমুখ।

https://www.youtube.com/shorts/CLpxSAuRhso

ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালের প্রথম দিন মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন রাজ্য তথা দেশের বিখ্যাত শিল্পীরা। ছিলেন পন্ডিত স্বপন চৌধুরী, পঙ্কজ মিশ্র, শতভিষা মুখার্জি, সন্দ্বীপ ঘোষ, গৌরব চ্যাটার্জী, উস্তাদ আমন আলি বঙ্গাশ প্রমুখ। অনুষ্ঠান চলবে রবিবার পর্যন্ত। দ্বিতীয় দিন উপস্থিত থাকবেন পন্ডিত দেবজ্যোতি বোস, পন্ডিত যোগেশ সামসি, ইন্দ্রনীল ভাদুড়ী, পন্ডিত রোনু মজুমদার সহ আরও অনেক শিল্পী।