সলমনের সঙ্গে দ্বন্দ্ব নাকি লবিবাজি! কী কারণে বলিউড থেকে সরেছিলেন বিবেক ওবেরয়? ফাঁস গোপন সত্যি
নিজস্ব সংবাদদাতা
১৭ জানুয়ারি ২০২৬ ২০ : ১৬
শেয়ার করুন
1
6
বিবেক ওবেরয়ের বলিউড থেকে দূরে সরে যাওয়ার নেপথ্যে কি কেবল ইন্ডাস্ট্রির দলাদলি নাকি অন্য কোনও গভীর কারণ ছিল? এতদিন তাঁর অনুরাগীরা মনে করতেন সলমন খানের সঙ্গে বিবাদ বা ইন্ডাস্ট্রির অন্দরের রাজনীতির শিকার হয়েই তাঁর কেরিয়ার থমকে গিয়েছিল।
2
6
কিন্তু সম্প্রতি অভিনেতার প্রাক্তন ট্রেনার বিনোদ চান্না এক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, ২০০০ সালের এক ভয়াবহ দুর্ঘটনা বিবেককে শারীরিক ও মানসিকভাবে এতটাই বিপর্যস্ত করেছিল যে, তিনি অভিনয় জগত থেকে অনেকটা দূরে সরে যেতে বাধ্য হন।
3
6
বিনোদ চান্না মুম্বই সংবাদমাধ্যমের একটি সাক্ষাৎকারে জানান, বিবেকের সেই দুর্ঘটনাটি ছিল প্রাণঘাতী। সেই সময় তাঁর শরীরে একাধিক গুরুতর চোট লেগেছিল। সুস্থ হয়ে উঠতে দীর্ঘ সময় লেগেছিল এবং সেই শারীরিক সীমাবদ্ধতা তাঁর কাজের গতি কমিয়ে দেয়।
4
6
বিনোদ বলেন, "লোকে ভাবে ডিপ্রেশন বা লবিবাজির কারণে ও কাজ পাচ্ছিল না, কিন্তু ওর শরীরের অবস্থা এমন ছিল যে অনেক অ্যাকশন দৃশ্য বা পরিশ্রমের কাজ করা ওর পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল।"
5
6
সেই দুর্ঘটনার স্মৃতি হাতড়ে বিবেক নিজেই আগে জানিয়েছিলেন, 'রোড' ছবির শুটিংয়ের সময় রাজস্থানে এক রাতে গাড়ি চালানোর সময় একটি উটবাহী গাড়ির সঙ্গে তাঁদের ধাক্কা লাগে। গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে লোহার রড ঢুকে এসেছিল ভেতরে। বিবেক সামনের সিটে বসে থাকলেও সিটটি হেলানো ছিল বলে অলৌকিকভাবে বেঁচে যান। সেই ঘটনার পর থেকে বিবেক আজও গাড়ির সামনের সিটে বসতে ভয় পান।
6
6
তবে অভিনয় কেরিয়ারে ভাঁটা পড়লেও বিবেক দমে যাননি। বলিউড তাঁকে দূরে ঠেলে দিলেও তিনি ব্যবসায়িক দুনিয়ায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।