সংবাদসংস্থা মুম্বই: রণবীর কাপুর ও আলিয়া ভাট-এর একরত্তি মেয়ে রাহাকে নিয়ে কৌতূহল চলতেই থাকে নেটিজেনদের মধ্যে। জন্মের পরেই মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি রণবীর-আলিয়া। রাহার এক বছর বয়স হলেই পাপারাৎজ্জির সামনে তাঁকে নিয়ে আসেন তারকা দম্পতি।

মাঝেমধ্যেই মা, বাবার সঙ্গে মুম্বইয়ের রাজপথে দেখা যায় রাহাকে। একরত্তির মিষ্টতায় বারবার মুগ্ধ হন নেটেজেনরা। বড় হয়ে কি মা,বাবার মতোই অভিনয় জগতে পা দেবে রাহা? মেনে চলবে পারিবারিক রীতি?

সম্প্রতি মুম্বই সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে আলিয়া রাহার বড় হয়ে ওঠা এবং পেশা নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, "আমি বা রণবীর কখনওই চাইব না রাহা ভুল কিছু করুক। কিন্তু আমরা ওর সিদ্ধান্তকে গুরুত্ব দেব। প্রত্যেক শিশুই নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে পৃথিবীতে আসে। বাবা, মা হিসেবে আমাদের দায়িত্ব তাদের সঠিক পথ দেখিয়ে বড় করে তোলা।"
আলিয়া আরও বলেন, "আমি একজন অভিনেত্রী হয়ে এবং একজন মা হয়ে কখনওই চাইব না আমাদের পরিবার অভিনয় জগতের সঙ্গে যুক্ত বলে রাহাকেও ভবিষ্যতে এই পথে এগোতে হবে। ওর যেভাবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করবে আমি ওর পাশে থাকব।"

প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের প্রযোজনায় আসছে 'স্পাই ইউনিভার্স'-এর নতুন ছবি 'আলফা'। বড় বাজেটের এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অভিনেত্রী আলিয়া ভাট। গুপ্তচরের চরিত্রে এই ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। আলিয়ার পাশাপাশি অভিনয় করতে চলেছেন অভিনেত্রী শর্ব
রী ওয়াঘ।