
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সোমবার মুর্শিদাবাদের সুতি থানার হারুয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষের পর বৃহস্পতিবার সন্ধে নাগাদ ওই গ্রামের মহাজনপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ তাজা বোমা। শুক্রবার ভোরের আলো ফোটার আগেই সুতি থানার পুলিশ উদ্ধার হওয়া বোমাগুলো নিষ্ক্রিয় করে দিয়েছে বলে জানা গেছে। গ্রামবাসীদের দাবি পরিত্যক্ত বাড়িটি এক সময় আইসিডিএস কেন্দ্র হিসেবে ব্যবহার করা হত।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, 'পরিত্যক্ত ওই বাড়ি থেকে ১৮৮ টি বোমা উদ্ধার হয়েছে এবং উদ্ধার হওয়া বোমাগুলো ইতিমধ্যেই নিষ্ক্রিয় করা হয়েছে।' পুলিশ সূত্রে আরও জানা গেছে, এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ সুপার বলেন, 'কারা বোমাগুলো ওই পরিত্যক্ত বাড়িতে রেখে গিয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।' সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদ জেলার কোথাও একসাথে এত বোমা উদ্ধার হয়নি। কীভাবে এবং কারা এত বিপুল পরিমাণ বোমা ওই গ্রামে মজুত করেছিল তা ভাবিয়ে তুলেছে পুলিশকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার তৃণমূল কংগ্রেসের হারুয়া অঞ্চল সভাপতি কটা শেখ এবং ওই অঞ্চলের তৃণমূলের প্রাক্তন কার্যকরী অঞ্চল সভাপতি মাশরেকুল শেখ গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সেই সময় দুই তরফ থেকে বোমাবাজি এবং গুলি চালানো হয় বলে অভিযোগ।
সংঘর্ষের দিন ওই এলাকা থেকে দশ জনকে গ্রেপ্তার করেছিল সুতি থানার পুলিশ। তারপরও ওই গ্রামে অভিযান চালিয়ে বেশ কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সুতি থানার পুলিশ। গ্রামে বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে তৃণমূলের অঞ্চল সভাপতির এবং প্রাক্তন কার্যকরী অঞ্চল সভাপতি বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। যদিও সোমবারের ঘটনার পর থেকে তাদের খোঁজ মিলছে না।।
মাশরেকুল গোষ্ঠীর এক নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, 'আমাদের সন্দেহ সোমবারের সংঘর্ষের ঘটনার পর কটা শেখ গোষ্ঠীর লোকেরা আমাদের বাড়িঘর লুঠ করার পরিকল্পনা করেছিল। তাই তারা গ্রামের মধ্যে এই বিপুল পরিমাণ বোমা মজুত করে রেখেছিল। তার অভিযোগ পরিত্যক্ত ওই বাড়িটির চাবি গ্রামের জনৈক আনেরা বিবি ও তার স্বামী মোজাম্মেল শেখের কাছে থাকে। কিছু গ্রামবাসীর দাবি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মোজাম্মেলের বাড়ির লোকের কাছ থেকে ওই পরিত্যক্ত বাড়ির চাবি নিয়ে দরজা খুলে বাড়ির ভিতর ঢুকে বোমা উদ্ধার করেছে।'
যদিও পুলিশের তরফ থেকে এই দাবি অস্বীকার করে বলা হয়েছে -যে বাড়ি থেকে বোমাগুলো উদ্ধার হয়েছে সেটি প্রায় ভেঙে গেছে। বাড়িটির পিছনে একটি গোয়ালঘরের চালার নিচে কয়েকটি বালতি এবং বস্তার মধ্যে বোমাগুলো রাখা ছিল।
কিছু গ্রামবাসী জানান- তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনার পর থেকে গ্রামে যথেষ্টই উত্তেজনা রয়েছে। তারই মধ্যে গ্রাম থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় ফের একবার এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে
একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে