১) ওয়ান প্লাস নর্ড সিই ৫ ৫জি: মধ্যবিত্তের নাগালে ‘ফ্ল্যাগশিপ’ অভিজ্ঞতা পেতে চাইলে এর জুড়ি মেলা ভার। এর দ্রুত চার্জিং প্রযুক্তি এবং ঝরঝরে সফটওয়্যার আপনাকে স্বস্তি দেবে।
2
6
২) নাথিং ফোন (৩এ): ভিড়ের মধ্যে আলাদা হয়ে থাকতে চাইলে এই ফোনটি আপনারই জন্য। এর নজরকাড়া ডিজাইন ও খুব সাধারণ ইউজার ইন্টারফেস এক নতুন অভিজ্ঞতা দেবে।
3
6
৩) পোকো এক্স৭ প্রো ৫জি: আপনি যদি গেম খেলতে বা একসঙ্গে একাধিক কাজ করতে ভালোবাসেন, তবে এর শক্তিশালী প্রসেসর আপনাকে হতাশ করবে না। গেমারদের জন্য এটি এক চমৎকার বিকল্প।
4
6
৪) মোটোরোলা এজ ৬০ ফিউশন: যারা প্রিমিয়াম লুক এবং ভালো ক্যামেরা চান, তাদের জন্য এই ফোনটি দারুণ। এর সুন্দর ডিজাইন এবং জল বা ধুলো প্রতিরোধের ক্ষমতা একে আরও নির্ভরযোগ্য করে তুলেছে।
5
6
৫) ভিভো টি৪ ৫জি/ভিভো টি৩ প্রো: ক্যামেরা এবং স্লিম ডিজাইনের জন্য ভিভো সব সময় জনপ্রিয়। অসাধারণ ছবি তোলা ও সারাদিনের জন্য লম্বা ব্যাটারি ব্যাকআপ এই ফোনটির প্রধান বৈশিষ্ট্য।
6
6
৬) রিয়ালমি জিটি ৬টি: দ্রুত চার্জিং এবং উন্নতমানের চিপসেট এটিকে এই তালিকায় জায়গা করে দিয়েছে।