আজকাল ওয়েবডেস্ক: জুনেও নেই স্বস্তি। ক্রমেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহে জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ থাকবে রবিবার থেকে বুধবার পর্যন্ত।‌ দক্ষিণবঙ্গের বাকিজেলাতে আগামী পাঁচ দিন গরম এবং অস্বস্তি বজায় থাকবে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে অসহনীয় গরম থাকবে। কলকাতায় নির্ধারিত সময়ের আগেই বর্ষা আসার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে। আগামী সপ্তাহের শেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কলকাতায় প্রবেশের সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার বৃষ্টির পর অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে।