নিজস্ব সংবাদদাতা: ওঁরা হবু মা-বাবা। ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা শোলাঙ্কি রায় এবং নীল ভট্টাচার্য। রোল ক্যামেরা-অ্যাকশন হলেই শুরু হচ্ছে সংসার। আর শট শেষ হওয়া মাত্রই সৌম্য বন্দোপাধ্যায়ের সঙ্গে আরেক সংসার! এক্ষেত্রেও চলছে ক্যামেরা। ভাবছেন ব্যাপারটা কী? আসলে ক্যামেরার মধ্যেই চলছে ক্যামেরা।


হইচইয়ের নতুন ওয়েব সিরিজ দেবালয় ভট্টাচার্য পরিচালিত 'বোকা বাক্সতে বন্দী'। যেখানে এক অভিনেত্রীর চরিত্রে বাস্তবের অভিনেত্রী শোলাঙ্কি। পর্দার এই অভিনেত্রী ধারাবাহিকে অভিনয় করেন। সেই ধারাবাহিকের হিরোর চরিত্রে নীল। আর পর্দার বাস্তবে এই অভিনেত্রীর ভালোবাসার মানুষের চরিত্রে অভিনয় করছেন সৌম্য। আসলে রিল ও রিয়েল কখনও সখনও মিলেও যায়। এবং তারপর কিভাবে বদলাতে থাকে জীবন, তা নিয়েই এই থ্রিলার ওয়েব সিরিজ। বাস্তবে কোনও অভিনেতা বা অভিনেত্রীর জীবনের সঙ্গে এই গল্পের মিল আছে কিনা, তা জানাননি দেবালয়। তবে পর্দার জীবন সত্যি বাস্তবের জীবনে প্রভাব ফেলে, কখনও হয়ে ওঠে ভয়ঙ্কর-- সেই গল্পই দেখাতে চলেছে 'বোকা বাক্সতে বন্দী'। এই সিরিজের মাধ্যমে প্রথমবার জুটি বাঁধছেন নীল এবং শোলাঙ্কি। 'গাঁটছড়া' ধারাবাহিকের পর ওয়েব সিরিজের মাধ্যমে টলিউডে ফিরছেন অভিনেত্রী।


ওয়েব সিরিজের মধ্যে যে ধারাবাহিকের গল্প দেখানো হচ্ছে, সেখানে হবু মা-বাবার চরিত্রে দেখা যাচ্ছে শোলাঙ্কি এবং নীলকে। সাধের অনুষ্ঠানও হচ্ছে সোলাঙ্কির। এরপর ঠিক কী হতে চলেছে, সেটা ওয়েব সিরিজ দেখলেই বোঝা যাবে। তবে দেবালয় ভট্টাচার্যের কাজ মানেই দর্শকদের থেকে দারুণ প্রশংসা পেয়েছে প্রত্যেকবার। ইন্দুবালার হোটেল বা বাদামি হায়নার কবলে - সম্প্রতি জনপ্রিয় হয়েছে তাঁর এই কাজগুলি। তাই প্রিয় পরিচালক এবং প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের নতুন সিরিজ দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শকেরা।