আজকাল ওয়েবডেস্ক:‌ ‘‌ইডি, সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছে’‌, এভাবেই উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়কে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সোমবার বড়বাজারে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করেন মমতা। সভামঞ্চ থেকেই বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ করার পাশাপাশি মমতা বলেন, ‘‌মাড়োয়ারিদের ভালবাসি। ওঁরা আমাকে সম্মান করেন। বিহারীদেরও ভালবাসি। লিট্টি খাই। মা গঙ্গার পুজো করি।’‌ এরপরই মমতা বলেন, ‘‌ভুল থাকলে শুধরে নেব। কিন্তু বিজেপি, বাম–কংগ্রেস জোটকে ভোট নয়।’‌ এদিন মমতা এও দাবি করেন, ‘‌ওরা সুদীপের ফেক ভিডিও বানাচ্ছে। ফেক ছবি ছড়াচ্ছে।’‌ মমতার দাবি, ‘‌বিজেপির প্রার্থী সুদীপদার অনিষ্ট চায়। সুদীপদাকে জেলে পাঠাতে চায়।’‌ এদিন বেলেঘাটায় পদযাত্রাও করবেন মমতা।