সংবাদসংস্থা মুম্বই: সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
দীপিকার মাতৃত্বের আভা:
জীবনের সবথেকে সুন্দর মুহূর্তটি উপভোগ করছেন 'ফাইটার' অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে তাঁকে উজ্জ্বল হলুদ পোশাকে দেখা গিয়েছে। যেখানে ত্বকের যত্ন নিয়ে অনেক পরামর্শ দিয়েছেন সকলকে। তবে অনুরাগীরা মুগ্ধ হয়েছেন অভিনেত্রীর মাতৃত্বের আভা দেখে। নভেম্বরেই আসবে সুখবর। কয়েকদিন আগেই ভোট দিতে হাজির হয়েছিলেন তিনি শহরে। তাঁর সঙ্গে ছিলেন 'বাজিরাও' রণবীর সিং।
অন্তরঙ্গ নাগা-সামান্থা:
নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু অভিনীত তেলুগু ছবি 'মানাম' পুনরায় মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ২০১৪ সালের ছবিটিতে এই জুটির একটি অন্তরঙ্গ দৃশ্য আবার নতুন করে ভাইরাল হয়েছে। শুধু তাই নয় ছবির স্ক্রিনিংয়ে হাজির ছিলেন অভিনেতা। বড়পর্দায় প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে তাঁর প্রেমের দৃশ্য দেখে লজ্জায় রাঙা হয়েছিলেন অভিনেতা। তাই দেখেই মজেছেন অনুরাগীরা। তাঁদেরকে উদ্দেশ্য করে অভিনেতা বলেন, 'শান্ত হও'!
ফারহার 'হ্যাপি ফ্যামিলি':
শুক্রবার সকালে, ইনস্টাগ্রামে সুখী পরিবারের ছবি পোস্ট করে ক্যাপশনে সিরিশ কুন্দেরকে বিশেষ শুভেচ্ছা জানালেন পরিচালক ফারহা খান। ছবিতে দেখা গিয়েছে বাড়ির ছাদে বার-বি-কিউ তৈরি করছেন ফারহা, কখনও পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। স্বভাবে লাজুক সিরিশ সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে পছন্দ করেন। তাই তাঁর অনুমতি নিয়েই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন ফারহা। ক্যাপশনে লেখেন 'বেস্ট হাজব্যান্ড'! জন্মদিনে এভাবেই সুখী দাম্পত্যের আবেগে ভাসলেন পরিচালক।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
দীপিকার মাতৃত্বের আভা:
জীবনের সবথেকে সুন্দর মুহূর্তটি উপভোগ করছেন 'ফাইটার' অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে তাঁকে উজ্জ্বল হলুদ পোশাকে দেখা গিয়েছে। যেখানে ত্বকের যত্ন নিয়ে অনেক পরামর্শ দিয়েছেন সকলকে। তবে অনুরাগীরা মুগ্ধ হয়েছেন অভিনেত্রীর মাতৃত্বের আভা দেখে। নভেম্বরেই আসবে সুখবর। কয়েকদিন আগেই ভোট দিতে হাজির হয়েছিলেন তিনি শহরে। তাঁর সঙ্গে ছিলেন 'বাজিরাও' রণবীর সিং।
অন্তরঙ্গ নাগা-সামান্থা:
নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু অভিনীত তেলুগু ছবি 'মানাম' পুনরায় মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ২০১৪ সালের ছবিটিতে এই জুটির একটি অন্তরঙ্গ দৃশ্য আবার নতুন করে ভাইরাল হয়েছে। শুধু তাই নয় ছবির স্ক্রিনিংয়ে হাজির ছিলেন অভিনেতা। বড়পর্দায় প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে তাঁর প্রেমের দৃশ্য দেখে লজ্জায় রাঙা হয়েছিলেন অভিনেতা। তাই দেখেই মজেছেন অনুরাগীরা। তাঁদেরকে উদ্দেশ্য করে অভিনেতা বলেন, 'শান্ত হও'!
ফারহার 'হ্যাপি ফ্যামিলি':
শুক্রবার সকালে, ইনস্টাগ্রামে সুখী পরিবারের ছবি পোস্ট করে ক্যাপশনে সিরিশ কুন্দেরকে বিশেষ শুভেচ্ছা জানালেন পরিচালক ফারহা খান। ছবিতে দেখা গিয়েছে বাড়ির ছাদে বার-বি-কিউ তৈরি করছেন ফারহা, কখনও পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। স্বভাবে লাজুক সিরিশ সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে পছন্দ করেন। তাই তাঁর অনুমতি নিয়েই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন ফারহা। ক্যাপশনে লেখেন 'বেস্ট হাজব্যান্ড'! জন্মদিনে এভাবেই সুখী দাম্পত্যের আবেগে ভাসলেন পরিচালক।
View this post on Instagram
