সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


ব্যাট হাতে ভামিকা


বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা তাঁদের সন্তানদের সোশ্যাল মিডিয়া থেকে আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন। তবে মাঝেমধ্যে সাক্ষাৎকারে মেয়ে ভামিকা এবং ছেলে আকায়-এর সম্পর্কে মুখ খোলেন তারকা দম্পতি। মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরাট-অনুষ্কা মেয়ে ভামিকার সবচেয়ে পছন্দের জিনিস কোনটা সেই নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, ভামিকা এখন থেকেই ব্যাট তুলতে শুরু করেছে। ব্যাট নিয়ে খেলাই এখন তার সবচেয়ে পছন্দের কাজ।


রণবীরের 'বেবি মাম্মা' দীপিকা

দীপিকা পাড়ুকোন সম্প্রতি ডেডলাইনের গ্লোবাল তালিকায় উঠে এসেছেন, প্রথম ভারতীয় তারকা হিসেবে তিনিই প্রথম এই স্থান অধিকার করেছেন। এই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দীপিকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাতেই স্বামী রণবীর সিং, অভিনেত্রীকে প্রশংসার সুরে এক মিষ্টি ডাকনাম দেন। ওই পোস্টের কমেন্টে রণবীর লেখেন 'বেবি মাম্মা, আমি সত্যিই অবাক তোমার সাফল্যে'।


৭০% পারিশ্রমিক কমছে টাইগারের


বলি অভিনেতা টাইগার শ্রফের হাতে এই মুহুর্তে কোনও চলচ্চিত্র নেই। সেই সঙ্গে তাঁর অভিনয় জীবন এই মুহূর্তে সংকটের মধ্যে রয়েছে। নতুন ছবিতে টাইগারের সঙ্গে কাজ করতে রীতিমতো ভয় পাচ্ছেন নির্মাতারা। বড় বাজেটের ছবিতে টাইগারের সঙ্গে হাত মেলাতে নারাজ তাঁরা। এখনও পর্যন্ত অভিনেতার ১১টি ছবির মধ্যে ৬টি বক্স অফিসে চূড়ান্ত ফ্লপ। পরপর ৩টি ছবি ফ্লপের জন্য বলিউডের বিশিষ্ট প্রয়োজক টাইগারের পারিশ্রমিক ৭০% কমানোর পরামর্শ দিয়েছেন।


অক্ষয়-আরশাদের 'ইয়ে দোস্তি'

অক্ষয় কুমার ও আরশাদের ওয়ারসির 'জলি এল এল বি ৩'-এর পরিকল্পনা শুরু হতেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাসের শেষ ছিল না। সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমার একটি বাইক রাইডের ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, রাজস্থানের শুটিং পর্ব সেরে রাজস্থানের রাজপথে আরশাদের সঙ্গে ফুরফুরে মেজাজে বাইক রাইডে বেরিয়েছেন অভিনেতা।