শ্রদ্ধা কাপুর নাকি খুব শিগগিরই তাঁর প্রেমিক রাহুল মোদির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, এমনই গুঞ্জন ঘুরছিল বলিপাড়ায়। শোনা যাচ্ছিল, রাজকীয় আয়োজনে উদয়পুরে হতে পারে এই বিয়ে। এই জল্পনার মধ্যেই মুখ খুললেন শ্রদ্ধার ভাই ও অভিনেতা সিদ্ধান্ত কাপুর। আর তাতেই খানিকটা জল ঢেলে দিলেন গুঞ্জনে।

শক্তি কাপুরের সন্তান শ্রদ্ধা ও সিদ্ধান্ত, দু’জনেই ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে শ্রদ্ধার বিয়ে নিয়ে যে দাবি করা হয়েছিল, সেটিই নজরে পড়ে সিদ্ধান্তের। সেই পোস্টে লেখা ছিল, শ্রদ্ধা নাকি দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে উদয়পুরে একটি রোমান্টিক, হেরিটেজ-স্টাইলের বিয়ের পরিকল্পনা করছেন। এখনও পর্যন্ত যদিও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু এই খবরে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে খুশি আর মনখারাপ, দু’ধরনের প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে। বহুদিন ধরে ‘ন্যাশনাল ক্রাশ’ হিসাবে পরিচিত শ্রদ্ধার বিয়ে হলে সেই তকমা হয়তো অতীত হবে, এমন মজার মন্তব্যও করেছেন অনেকে। তবে একই সঙ্গে অনেক অনুরাগীই তাঁকে জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যেতে দেখে খুশি বলে দাবি করেছেন।

এই পোস্টের কমেন্ট সেকশনে হাজির হয়ে সিদ্ধান্ত লেখেন, ‘এটা তো আমার কাছেও একেবারে নতুন খবর!’ সঙ্গে জুড়ে দেন কিছু অবাক হওয়া এবং হাসির ইমোজি। তাঁর এই প্রতিক্রিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বিষয়টি। এরপর এক নেটিজেন মন্তব্য করেন, ‘আশা করি এবার আর কোনও গুজব থাকবে না’, আরেকজন লেখেন, ‘কনফার্ম করার জন্য ধন্যবাদ।’

উল্লেখ্য, গত সপ্তাহেই শ্রদ্ধা নিজেও তাঁর বিয়ে নিয়ে কৌতূহল বাড়িয়েছিলেন। ইনস্টাগ্রামে একটি ভিডিওর কমেন্ট সেকশনে এক অনুরাগী প্রশ্ন করেন, ‘বিয়ে কবে করবেন?’ উত্তরে শ্রদ্ধা মজার ছলেই লেখেন, ‘আমি বিয়ে করব। অবশ্যই বিয়ে করব।’ সেই মন্তব্যও নতুন করে আগুনে ঘি ঢালে।

রাহুলের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয় ২০২৪ সালের শুরুতে। মুম্বইয়ে একসঙ্গে নৈশভোজ করতে দেখা যায় তাঁদের। প্রকাশ্যে যদিও কেউই সম্পর্কের কথা স্বীকার করেননি, তবু প্রায়ই তাঁদের একসঙ্গে দেখা যায়। শ্রদ্ধাও মাঝেমধ্যে ইনস্টাগ্রামে তাঁদের মজার মুহূর্তের ছবি শেয়ার করেন। একসময় বিচ্ছেদের গুঞ্জন উঠলেও ২০২৪ সালের ডিসেম্বর মাসে রাহুলের সঙ্গে বড়া পাও ডেটে যাওয়ার একটি ছবি পোস্ট করে সেই জল্পনায় নিজেই ইতি টানেন অভিনেত্রী।

সব মিলিয়ে শ্রদ্ধার বিয়ে নিয়ে চর্চা এখনও তুঙ্গে থাকলেও আপাতত বিষয়টি যে নিছক গুঞ্জন, সেই ইঙ্গিতই মিলছে ভাই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায়।