রূপকথার মতোই ছিল তাঁদের প্রেম। যেন গল্পের পাতা থেকে বাস্তবে নেমে আসা এক আখ্যান। অথচ সেই সম্পর্কেই এবার শোনা যাচ্ছে ভাঙনের সুর। গত বছরের জানুয়ারিতে বিয়ে করেছিলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান রহমান খান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। প্রেমের অধ্যায়টি তাঁরা যতটা গোপনে রেখেছিলেন, একসঙ্গে নতুন জীবন শুরুর খবরটি ততটাই খোলাখুলি ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের ছবি প্রকাশ করে আনন্দের খবর জানিয়েছিলেন তাঁরা।

কিন্তু বিয়ের এক বছরের মধ্যেই বিচ্ছেদের জল্পনা শুরু হয়। আর সেই জল্পনায় অবশেষে শিলমোহর দেন তাহসান নিজেই। তিনি জানান, গত বছরের জুলাই মাস থেকেই তাঁরা আর একসঙ্গে থাকছেন না। তাহসানের দ্বিতীয় বিয়ে ভাঙার খবরে নেটদুনিয়ায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রিয় তারকার জীবনে এমন বড় ঝড়ের কথা শুনে হতবাক তাঁর অনুরাগীরাও। অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন তাহসানের মানসিক অবস্থান নিয়ে। তবে এই কঠিন সময়েও তাঁকে ঘিরে থামেনি ট্রোল আর কটাক্ষ। সমবেদনার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় চলছে নানা মন্তব্য ও সমালোচনা।

বেশ কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তাহসান। ফলে এই মুহূর্তে তাঁকে নাগালে পাওয়ার উপায় নেই। তবে তারকা না থাকলেও থেমে নেই নেটদুনিয়ার সমালোচনা। এবার আক্রমণের মুখে পড়েছেন তাঁর স্ত্রী রোজা। তিনি এখনও পর্যন্ত ইনস্টাগ্রাম থেকে তাহসানের সঙ্গে তোলা ছবিগুলি মুছে ফেলেননি। বরং তাঁর প্রোফাইল জুড়ে এখনও চোখে পড়ছে ভালবাসায় ভরা নানা মুহূর্তের পোস্ট। আর এই বিষয়টিকেই কেন্দ্র করে প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, বিচ্ছেদের খবরে যখন শিলমোহর পড়েছে, তখন এই ধরনের পোস্ট রাখা ‘অসঙ্গতিপূর্ণ’। কেউ কেউ আবার এই আচরণকে বিভ্রান্তিকর বলেও মন্তব্য করছেন।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Roza Ahmed (@roza_ahmed_khan)