প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুরে সঙ্গে বর্তমান সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন মালাইকা অরোরা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিচ্ছেদের পর মানসিকভাবে যে ওঠানামার মধ্য দিয়ে যেতে হয়েছে, তা অকপটে স্বীকার করেছেন অভিনেত্রী। তিনি জানান, বিচ্ছেদের পর একটা সময়ে রাগ, কষ্ট আর হতাশার মতো অনুভূতিগুলোর মুখোমুখি হতে হয়েছিল তাঁকে।

২০১৮ সালে সম্পর্কে জড়িয়েছিলেন মালাইকা ও অর্জুন। বলিউডের অন্যতম চর্চিত জুটি ছিলেন তাঁরা। তবে ২০২৪ সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন দু’জন। সম্প্রতি এক শোয়ে হাজির হয়ে মালাইকা এই বিচ্ছেদ এবং তার পরবর্তী মানসিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

মালাইকা বলেন, “আমি মনে করি, জীবনের একটা নির্দিষ্ট সময়ে রাগ আর কষ্ট আসেই। আমরা সবাই মানুষ, তাই রাগ হওয়া, মন খারাপ হওয়া, হতাশ হওয়া, এসব স্বাভাবিক। সবাই জীবনের কোনও না কোনও পর্যায়ে এই অনুভূতিগুলোর মধ্যে দিয়ে যায়। কিন্তু সময়ের সঙ্গে সব কিছু বদলায়। খুবই ক্লিশে শোনালেও সত্যি, সময় সব ক্ষত সারিয়ে তোলে।”

তিনি আরও বলেন, “সব কিছুর পরেও, ও আমার জীবনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। যাই হয়ে থাকুক না কেন, আমার জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে ও। আমি অতীত বা ভবিষ্যৎ নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। এই বিষয়গুলো নিয়ে আগেই যথেষ্ট লেখা হয়েছে, এতটাই যে সেটা একটা সময়ে মিডিয়ার জন্য আলাদা ‘ফিডিং গ্রাউন্ড’ হয়ে গিয়েছিল।”

নিজের ব্যক্তিগত জীবন বারবার পেশাগত সাফল্যকে ছাপিয়ে যাওয়ার বিষয়েও আক্ষেপ প্রকাশ করেন মালাইকা। তাঁর কথায়, “আমার সম্পর্কগুলো নিয়েই সব সময় বেশি আলোচনা হয়েছে, সেগুলোই শিরোনামে এসেছে। একটা সময়ে আমার মনে হয়েছিল, আমার জীবন কি শুধু ব্যক্তিগত সম্পর্কেই সীমাবদ্ধ? মানুষ অনেক সময় ভুলে যায় যে, এর বাইরেও আমার একটা পরিচয় আছে, একটা কাজ আছে। কারণ সেগুলো হয়তো ততটা হেডলাইন হয় না। এখন আমি জীবনের এমন একটা পর্যায়ে আছি, যেখানে আর কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। আমি শুধু সেই কাজগুলোই করতে চাই, যেগুলো আমাকে খুশি করে।”

উল্লেখ্য, বিচ্ছেদের গুঞ্জন নিয়ে আগেও মুখ খুলেছিলেন অর্জুন। ‘সিংহম আগেইন’ ছবির প্রচারের সময় এক অনুষ্ঠানে অভিনেতা স্পষ্ট জানান, তিনি কোনও সম্পর্কে নেই। অর্জুনকে শেষ দেখা গিয়েছিল ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ছবিতে।