টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

জেলযাত্রা আটকাতে নাটক!
দুই প্রাক্তনের মধ্যে কে সত্যি বলছেন? রীতেশ নাকি আদিল দুরানি? প্রথম জন বলছেন, রাখি সাওয়ন্তের হদরোগ। তারপরেই দাবি, অভিনেত্রীর নাকি জরায়ুতে টিউমার। সবাই যখন রাখীর জন্য উদ্বিগ্ন তখনই আসরে নামলেন আদিল। তাঁর দাবি, সবটাই মিথ্যে। ড্রামা কুইন ‘জেলযাত্রা’ আটকাতেই নাকি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন।

হাত ভেঙে কান যাত্রা?
কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে বুধবার রাতে ফ্রান্সে উড়ে গেলেন ঐশ্বর্য রাই বচ্চন। সঙ্গী মেয়ে আরাধ্যা বচ্চন। বিমানবন্দরে পাপারাৎজিরা মা-মেয়েকে ক্যামেরাবন্দি করতেই ফাঁস, ডান হাত স্লিং ব্যাগে ঝোলানো। অর্থাৎ, অভিনেত্রীর হাত ভেঙেছে। মেয়ে মায়ের যাবতীয় জিনিসপত্র নিজের হাতে তুলে নিয়েছে। সেটা দেখেই কান ফিসফিস শুরু। এদিকে বচ্চন পরিবার থেকেও বিষয়টি নিয়ে কোনও বক্তব্য রাখা হয়নি। 

পিছোচ্ছে ‘ইমার্জেন্সি’?
ফের ছবিমুক্তি পিছিয়ে দিলেন কঙ্গনা রানাউত? এমনটাই বলছে বলিউড। অভিনেতা-রাজনীতিবিদ নাকি তাঁর আগামী ছবি ‘ইমার্জেন্সি’র মুক্তির পিছিয়ে দিচ্ছেন। প্রাথমিকভাবে ১৪ জুন ছবিমুক্তির জন্য নির্ধারিত ছিল। কিন্তু কঙ্গনা রাজনৈতিক কারণে ব্যস্ত। খবর জেনে ফের প্রতীক্ষায় অনুরাগীরা। ‘ইমার্জেন্সি’র নতুন মুক্তির তারিখ জানার জন্য।

আসছে ‘স্ক্যাম ৩’
‘স্ক্যাম ৩’ আসছে। ঘোষণা করেছেন পরিচালক হনশল মেহতা। এর আগে ‘স্ক্যাম: দ্য হর্ষদ মেহতা স্টোরি’, ‘স্ক্যাম: দ্য তেলগি স্টোরি’ দুটো পর্ব যথেষ্ট জনপ্রিয়। এবার আসছে ‘স্ক্যাম: দ্য সুব্রত রায় সাগা’। ‘সাহারা: দ্য আনটোল্ড স্টোরি বাই তমাল বন্দ্যোপাধ্যায়’ বইটিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে সিরিজটি। স্টুডিও নেক্সটের সঙ্গে যৌথভাবে সিরিজ প্রযোজনা করবে অ্যাপ্লাজ এন্টারটেইনমেন্ট।