আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি এবং তাঁর পুত্র সুপ্রকাশ গিরিকে নোটিশ পাঠাল আয়কর দপ্তর। আগামী ১৩ নভেম্বর তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ইমেল মারফত নোটিশ পেয়েছেন সুপ্রকাশ গিরি। তাঁর দাবি, তিনি হাজিরা দিলেও নিরপেক্ষ ভাবে যাতে তদন্ত হয় সেই বিষয়টা দেখা হোক।

কারণ, বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে এই নোটিশ পাঠিয়ে থাকতে পারে আয়কর দপ্তর। অখিল গিরি কোনোরকম প্রতিক্রিয়া দেননি। রাজ্যে একাধিক মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীর। সদ্য ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তার মধ্যেই আবার নোটিশ পেলেন অখিল গিরি। এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও।।