কোয়ালা হল এমন এক ধরণের প্রাণী যারা গাছে থাকে। তারা দেখতে এতটাই সুন্দর যে এদেরকে দেখলেই মনে হবে বাড়ি নিয়ে চলে যাই। ছোটো কান এবং বন্ধ হয়ে যাওয়া চোখ এদেরকে আলাদা করেছে।
2
10
স্লথ বলতে এই প্রাণীকেই বোঝানো হয়। এটি বিশ্বের সবথেকে ধীরগতির প্রাণী। গাছে থাকে বলে এদের আদর এতটুকু কম হয় না। গাছের ডালে ঝুলতে এরা বেশি পছন্দ করে থাকে।
3
10
ফেনিক ফক্স জাতে শিয়াল হলেও এরা শান্ত স্বভাবের হয়ে থাকে। ছোটো গর্তে থাকতে এরা পছন্দ করে। তাদের নিয়ে নানা ধরণের রূপকথার গল্পও রয়েছে।
4
10
সি ওটারকে দেখলে পছন্দ না করে কেউ থাকতে পারবে না। যেন সকলের কাছের লোক এটি। একে বাড়িতে পোষ মানালেও খারাপ হয় না।
5
10
রেড পান্ডা বা লাল পান্ডা সম্পর্কে অনেকেই জানেন। যদি ছোটো থেকে পোষ মানানো হয় তাহলে আপনার ঘরের লোক হতে পারে এটি। ঘন লেজ এবং আদর মাখানো মুখ একে সকলের কাছে প্রিয় করে তুলেছে।
6
10
কিউকা একটি কাঠবিড়ালি। একে নিজের বাড়ির সামনের গাছে দেখতেই পারেন। যদি মনে করেন তাহলে ছোটো থেকে একে পোষ মানাতেই পারেন।
7
10
মানাতিকে অনেকে সমুদ্রের গরু বা সি কাউ বলেও জানে। জলের মধ্যে থাকলেও এটি শান্ত স্বভাবের হয়ে থাকে। বাড়িতে যদি সুইমিং পুল থাকে তাহলে একে পুষতে পারেন।
8
10
পিকা নামের এই ইঁদুরটি সকলের অতি প্রিয়। একে ছোটো থেকে বড় করতে পারলে আপনার ঘরের প্রিয় সদস্য হতে পারে।
9
10
কাপুচিন মাঙ্কি খুব ছটফটে। একে ঘরে রাখা আর ছোটো শিশুকে ঘরে রাখা দুই সমান। অতি সহজে মানুষের চোখের ভাষা বুঝে নিতে পারে।
10
10
বন্ধুর মতো ব্যবহার করে সকলের সঙ্গে ক্যাপিবারা। এদের দেখে সকলেই এদেরকে বাড়ি নিয়ে যেতে চান। সব্জি খেয়ে আপনার ঘরের সদস্য হতে পারে এটি।